শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১২:৫৪ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, পদ ৪৬০

বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-এর ব্যাচে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটিতে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ), রাইটারসহ ১০টি শাখায় লোকবল নিয়োগ করা হবে। 
 
পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)।
পদসংখ্যা: ৩২৯টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/মাদ্রাসা (বিজ্ঞান)/ ভোকেশনাল, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
 
পদের নাম: মেডিকেল।
পদসংখ্যা: ১৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/ সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: পেট্রোলম্যান।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: রাইটার।
পদসংখ্যা: ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: স্টোর।
পদসংখ্যা: ২২টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: মিউজ।
পদসংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: এমওডিসি (নৌ)।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: কুক।
পদসংখ্যা: ২৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: স্টুয়ার্ড।
পদসংখ্যা: ৯টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: টোপাস।
পদসংখ্যা: ১৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।
 
শারীরিক যোগ্যতা সিম্যানের ক্ষেত্রে উচ্চতা ৫–৬ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।
পেট্রোলম্যানের ক্ষেত্রে উচ্চতা ৫–৮ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।

অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫–৪ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)। এমওডিসি (নৌ)–উচ্চতা ৫–৬ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।
 
বয়স ও অন্যান্য যোগ্যতা: বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক। অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)। বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে নাবিক ও মহিলা নাবিক: ১৭–২০ বছর। এমওডিসি (নৌ) : ১৭–২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
 
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে আরও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়