শিরোনাম
◈ পলিথিন ব্যাগ নিষিদ্ধ পহেলা নভেম্বর থেকে ◈ আবারও নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, কার্যকর যেদিন থেকে   ◈ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় দু'দল গ্রামবাসীর মধ্যে টেঁটা নিয়ে সংর্ঘষ, আহত ২০ ◈ অপারেশনে যাওয়ার আগে রাত ১১ টায় বোনের কাছে ক্ষমা চেয়েছিলেন তানজিম ◈ ক্রীড়া সংগঠকরা চান বাফুফের সভাপতি হিসেবে তরফদারকে, অনেকের পছন্দ তাবিথকে ◈ পিকনিকের কথা বলে শিক্ষার্থীদের কোর্টে নিয়ে সাক্ষ্য দেয়ালেন প্রধান শিক্ষক! ◈ শেয়ার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা সাকিবকে ◈ কক্সবাজারে সন্ত্রাসী হামলায় যেভাবে মারা গেলেন সেনা কর্মকর্তা, জানাল আইএসপিআর ◈  বিশ্বজুড়ে যে সংস্থাগুলো রয়েছে তার সংস্কার প্রয়োজন: মোদি ◈ নদীবন্দরে সতর্ক সংকেত : ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, বেতন: ৫২,০০০ টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে। প্রতিষ্ঠানটি দুটি পদে ১৫ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যা যা প্রয়োজন—

প্রতিষ্ঠানের নাম: নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড

১. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদ: ৯টি (ইলেকট্রিক্যাল ৭ ও মেকানিক্যাল–২)

বেতন: ৫২,০০০ টাকা

আবেদনের যোগ্যতা: বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫–এর মধ্যে ৩ দশমিক ৫ থাকতে হবে। আর জিপিএ ৪–এর মধ্যে ৩ থাকতে হবে।

আবেদনের বয়স: ৪ সেপ্টেম্বরে বয়স ৩০ বছর হতে হবে।

২. সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদ: ৬টি (ইলেকট্রিক্যাল ২ ও মেকানিক্যাল-৪)

বেতন: ৪০০০০ টাকা

আবেদনের যোগ্যতা: ২টি ইলেকট্রিক্যাল পদের জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস থাকতে হবে। জিপিএ ৫–এর মধ্যে ৩ দশমিক ৫ থাকতে হবে। আর জিপিএ ৪–এর মধ্যে ৩ থাকতে হবে।

৪টি মেকানিক্যাল পদের জন্য ডিপ্লোমা ইন মেকানিক্যাল/পাওয়ার/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫–এর মধ্যে ৩ দশমিক ৫ থাকতে হবে। আর জিপিএ ৪–এর মধ্যে ৩ থাকতে হবে।

আবেদনের বয়স: ৪ সেপ্টেম্বরে বয়স ৩০ বছর হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: অনলাইন পেমেন্টের মাধ্যমে ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়