বাংলাদেশের ট্রাফিক নিয়ন্ত্রণে বিদেশী নাগরিক
রাজধানীতে বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। গতকাল (সোমবার, ১২ আগস্ট) সড়কে তাদের সীমিত উপস্থিতি থাকলেও আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) তা অনেকটাই বেশি। আজও পুলিশকে সহায়তা করতে রাস্তায় আজ কাজ করছে বিএনসিসি, রেড ক্রিসেন্টসহ বেশ কিছু সংস্থা। তবে, শিক্ষার্থীরা জানিয়েছে এক দু'দিনের মধ্যে রাস্তার নিয়ন্ত্রণ ট্রাফিক পুলিশের কাছে পুরোপুরি ছেড়ে দেয়া হবে।
গেলো কয়েকদিন আগেও শাহবাগের ব্যস্ততম মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে ছিল না কোনো পুলিশ। কর্মবিরতির পর সোমবার থেকে শুরু হয়েছে ট্রাফিক পুলিশের কার্যক্রম।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায় প্রতিটি মোড়েই ৮ থেকে ১০ জন ট্রাফিক পুলিশ কাজ করছে ফলে রাস্তায় একদিকে যেমন বেড়েছে গণপরিবহনের সংখ্যা তেমনি জনমনে ফিরেছে স্বস্তি, কেটেছে রাস্তাঘাট চলাচলে নিরাপত্তাহীনতার ভয়।
আপনার মতামত লিখুন :