বিশ্বজিৎ দত্ত: [২] সৌদি ইসলামীক এফেয়ার্স মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, রমজানের সময় মসজিদে মাইক ব্যবহার করা যাবে না। শুধুমাত্র মক্কায় মসজিদুল হারাম ও মদিনার মসজিদ-এ নববীতে মাইক ব্যবহার হবে, তবে আওয়াজ উচ্চ করা যাবে না।
[৩] নামাজের কোনও ছবি কোনও প্রচার মাধ্যমে সম্প্রচার করা যাবে না। এমনকী মসজিদে কোনও ধরনের ক্যামেরা ব্যবহার করা যাবে না।
[৪] পরিচয়পত্র ছাড়া মসজিদে এতেকাফ করা যাবে না। সৌদি সার্ভিল্যান্স দল এই পরিচয়পত্র তদারকি করবে।
[৫] মসজিদে কোনও শিশুকে নিয়ে যাওয়া যাবে না।
[৬] মসজিদের ভিতরে ইফতার গ্রহণ করা যাবে না।
[৭] মসজিদে কোনও দান গ্রহণ করা যাবে না। বা দানের জন্য কোনও আবেদন করা যাবে না।
[৮] মসজিদের বাইরে কোনও আলাদা তাঁবু বা ঘর বানানো যাবে না। সম্পাদনা: সমর চক্রবর্তী
বিডি/এসসি/এনএইচ
আপনার মতামত লিখুন :