শিরোনাম
◈ রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান ◈ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ◈ আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন ◈ দুই কুশলের ব্যাটিং তা-বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ পাকিস্তানে ভারত খেলতে না গেলে জয় শাহকে বিকল্প খোঁজার আহ্বান ইসিবির ◈ চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা, অস্ত্রসহ গ্রেফতার ৩ (ভিডিও) ◈ সংস্কারের ধীর গতি ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, যা বলছেন উপদেষ্টারা ◈ সিনওয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ ◈ হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৩, ০৯:২২ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৩, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৩ নভেম্বর দেশে টর্নেডো হবে: ইসলামী আন্দোলন

আমিনুল ইসলাম: [২] নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৩ নভেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ প্রসঙ্গে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এ দিন দেশে টর্নেডো হবে। ইসলামী আন্দোলনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে সেদিন।সোমবার রাতে পটুয়াখালীর কুয়াকাটায় মাহফিল শেষে হোটেল পায়রায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। চ্যানেল টুয়েন্টিফোর

[৩] মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সরকার জানে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুতি হলে নৌকার ভরাডুবি হবে। তাই নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না তারা। তত্ত্বাবধায়ক সরকার হোক বা জাতীয় সরকার হোক সব দলের অংশগ্রহণে যদি নির্বাচন হয় তাহলে আমরা নির্বাচনে অংশ নেব। নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না- এমন গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জাতীয় সরকারের বিকল্প নেই।

[৪] বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও ইসলামী আন্দোলনের দাবি এক কিন্তু আন্দোলন হবে আলাদা আলাদা। আগামী ২৮ তারিখ সরাসরি বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ না করলেও একই দাবিতে একমত ইসলামী আন্দোলন। 

[৫] এ সময় জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা আরআইএম অহিদুজ্জামান, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ সেলিম মিয়া, মাওলানা আবুল হাসান বোখারী, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়