আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: সৌদিআরবে পবিত্র হজ পালন করতে যাওয়া আইয়ুব খান (৪৮) নামের বাংলাদেশি এক হজযাত্রীর মৃত্যু হয়েছে । তিনি রাজধানী ঢাকার খিলগাঁওয়ের দাসেরকান্দির বাসিন্দা।
সোমবার রাত ২ টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনার বরাত এসব তথ্য জানানো হয়।
সৌদি আরবে এ পর্যন্ত ৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে পুরুষ ৪ জন ও মহিলা ১ জন। তারা সবাই মক্কায় মারা গেছেন।
এ পর্যন্ত ৫৭ হাজার ১২৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৭ হাজার ৭৭৭ জন।
উল্লেখ্য, গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে ।
প্রতিনিধি/এসএ
আপনার মতামত লিখুন :