সাজ্জাদুল ইসলাম: বুধবার (২৯ সাবান) সন্ধ্যায় দেশের কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। সেকারণে আগামীকাল শুক্রবার থেকে দেশে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে। বুধবার সন্ধ্যায় সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। তাই আগামীকাল শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।
রোজা পালন মুসলমানদের জন্য ফরজ ইবাদত। রোজার প্রস্ততির জন্য আজ (বৃহস্পতিবার) রাতেই তারাবির নামাজ আদায় শুরু হবে এবং শেষ রাতে সাহরি খেতে হবে। দেশের অধিকাংশ মসজিদে রমজান মাসে তারাবির নামাজে কোরআন খতম করা হয়। রমজান উপলক্ষে মসজিদগুলোতে বিপুল মুসল্লির সমাগম হয়।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং পাকিস্তানসহ অনেক দেশে বৃহস্পতিবার থেকেই রমজান শুরু হয়েছে।
এসআই/এইচএ
আপনার মতামত লিখুন :