আনিস তপন: সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাওয়ার খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ নির্ধারণ করা হয়।
ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বেসরকারি হজ প্যাকেজ কত টাকার মধ্যে নির্ধারণ করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণাণমলয়। এর ভিত্তিতে বেসরকারিভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হবে।
সরকারি হজ প্যাকেজের মধ্য ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা খরচ হবে বিমান ভাড়া বাবদ। রিয়ালের মূল্য ২১ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হওয়ায় হজে যাওয়ার খরচ বেড়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।
বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।
বেসরকারি হজ প্যাকেজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে হাব নেতারা জানিয়েছেন। সম্পাদনা: খালিদ আহমেদ
আপনার মতামত লিখুন :