শিরোনাম
◈ কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ ◈ বিশ্ববাজারে একদিনের ব্যবধানে সোনার দামের নতুন রেকর্ড ◈ লাখাইয়ে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০ ◈ ঈদ মেলায় ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তি ৯০! ◈ মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭১৯, জরুরি ওষুধ ও বিশুদ্ধ পানির ঘাটতি ◈ ধামরাইয়ে নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১৫ লাখ টাকা লুট। ◈ আওয়ামী লীগকে এ দেশে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেবো না: তথ্য উপদেষ্টা ◈ ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়, ব্যবসায়ীদের মুখে হাসি ◈ সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত: মির্জা ফখরুল ◈ লক্ষ্মীপুরে চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ১২:৪৯ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল ফিতর উদ্‌যাপনে ইসলামের নির্দেশনা

মুসলমানের প্রতিটি বৈধ কাজই ইবাদত, যদি নিয়ত শুদ্ধ থাকে। ঈদুল ফিতরও এর বাইরে নয়। ঈদ কীভাবে পালন করতে হবে, ঈদের দিন কীভাবে কাটাতে হবে তা নিয়ে রয়েছে ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা।

ঈদুল ফিতরের দিন ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে দৈহিক ও মানসিকভাবে ঈদের নামাজ আদায় করার প্রস্তুতি শুরু করতে হয়।

ঈদুল ফিতরের দিন পালনীয় বিষয়গুলো হলো—

এক. সকাল সকাল গোসল করে নেওয়া।

দুই. সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা।

তিন. সুগন্ধি মাখা।

চার. ঈদের নামাজের জন্য বের হওয়ার আগে কিছু খেয়ে নেওয়া।

পাঁচ. ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা।

ছয়. আগে আগে ঈদগাহে যাওয়া।

সাত. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।

আট. ধীর পায়ে ঈদগাহে যাওয়া।

নয়. ঈদগাহে যাওয়ার সময় নিঃশব্দে এই তাকবির পড়া-‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা–ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’ অর্থ: ‘আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ মহান, আল্লাহ মহান আর সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য।

দশ. এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা।

এগার. অপর মুসলমানকে উক্ত বাক্য বলে শুভেচ্ছা জানানো, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ অর্থ: ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের কবুল করুন।’

বার. সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়