শিরোনাম
◈ যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল : হাসনাত আব্দুল্লাহ ◈ মধ্যরাতে সড়কে গাছ ফেলে অস্ত্রের মুখে ২০টি গাড়িতে ডাকাতি (ভিডিও) ◈ পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে ৭ হাদিস ◈ তরুণদের নতুন দল, কীভাবে দেখছেন রাজনীতিবিদরা ◈ ট্রাম্পের কোন কথায় খেপে গেলেন জেলেনস্কি (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাফর খাল খননকাজে অনিয়মের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে! ◈ ‘অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও- সরকারি কর্মকর্তার ভিডিও ভাইরাল ◈ কার্ডিফ সিটিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলা ◈ জার্মান লিগে স্টুটগার্টকে ৩-১ গোলে হারালো বায়ার্ন মিউনিখ  ◈ সাকিব এশিয়ান স্টারসের হয়ে বাংলাদেশের বিপক্ষে  খেলবেন 

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত্রুদের জানা উচিৎ প্রতিরোধ শেষ হওয়ার নয়: খামেনেয়ীর বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, শত্রুদের জানা উচিৎ দখলদারি, জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ কখনো শেষ হবে না। আল্লাহর ইচ্ছায় লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে।

হিজবুল্লাহ নেতা শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফি উদ্দিনের জানাজা ও দাফন উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী বার্তা দিয়েছেন। রোববার লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠানে এই বার্তা পাঠ করা হয়েছে।

এই বার্তায় তিনি বলেছেন, মহান মুজাহিদ এবং এই অঞ্চলের প্রতিরোধের শীর্ষস্থানীয় নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এখন সম্মান-মর্যাদার শীর্ষে অবস্থান করছেন। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর পবিত্র দেহ লেবাননে অর্থাৎ আল্লাহর পথে জিহাদের ভূমিতে সমাহিত করা হবে, কিন্তু তাঁর আত্মা এবং তাঁর পথ প্রতিদিন আরো মহিমান্বিত ও উজ্জ্বল হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাঁর আত্মা এবং পন্থা ঐসব মানুষদের জন্য পথ আলোকিত করবে যারা তাকে অনুসরণ করে।

তিনি আরও বলেন, শত্রুদের জানা উচিত দখলদারি, জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ কখনো শেষ হবে না। আল্লাহর ইচ্ছায় লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে। এখানে সর্বোচ্চ নেতার বার্তার অনুবাদ হুবহু তুলে ধরা হলো:

বিসমিল্লাহির রহমানির রহিম

সমস্ত মান-মর্যাদা তো আল্লাহর, তাঁর রাসুলের এবং মু'মিনদের; কিন্তু মুনাফিকরা তা জানে না। (আল-মুনাফিকুন, আয়াত ৮)

মহান মুজাহিদ এবং এই অঞ্চলের প্রতিরোধের শীর্ষস্থানীয় নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (আল্লাহ তাঁর উপর রহমত বর্ষণ করুন) এখন সম্মান-মর্যাদার শীর্ষে অবস্থান করছেন। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর পবিত্র দেহ লেবাননে অর্থাৎ আল্লাহর পথে জিহাদের ভূমিতে সমাহিত করা হবে, কিন্তু তাঁর আত্মা এবং তাঁর পথ প্রতিদিন আরো মহিমান্বিত ও উজ্জ্বল হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাঁর আত্মা এবং পন্থা ঐসব মানুষদের জন্য পথ আলোকিত করবে যারা তাকে অনুসরণ করে।

শত্রুদের জানা উচিত দখলদারি, জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ কখনো শেষ হবে না। আল্লাহর ইচ্ছায় লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে।

জনাব সাইয়্যেদ হাশেম সাফি উদ্দিন (আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট থাকুন) এর সুখ্যাতি এবং নুরানি মুখাবয়ব এই অঞ্চলের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি লেবাননের প্রতিরোধের নেতৃত্বের একজন ঘনিষ্ঠ সহচর এবং অবিচ্ছেদ্য অংশ ছিলেন।

এই দুই সম্মানিত মুজাহিদের পাশাপাশি সম্প্রতি শাহাদাত বরণকারী অন্যান্য সাহসী ও আত্মত্যাগী যোদ্ধাদের উপর আল্লাহ এবং তাঁর পুন্যবান বান্দাদের সালাম বর্ষিত হোক। ইসলামের সকল শহীদের উপর আল্লাহর সালাম বর্ষিত হোক। হে আমার প্রিয় সন্তান লেবাননের বীর যুবকেরা, তোমাদের প্রতি আমার বিশেষ সালাম।

সাইয়্যেদ আলী খামেনেয়ী

৩ এস্ফান্দ, ১৪০৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়