শিরোনাম
◈ বাংলাদেশ বিমান ভেঙে নতুন এয়ারলাইনস তৈরির সুপারিশ ◈ তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: বেড়েছে পুলিশের উপস্থিতি, বিজিবি মোতায়েন ◈ তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ,পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন ◈ দক্ষিণখানে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে হত্যা, ২ আসামির স্বীকারোক্তি  ◈ মহাখালী রেলপথ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ (ভিডিও) ◈ থানায় না গিয়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ ‘জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল-অবরোধ করছে আওয়ামী লীগ’ (ভিডিও) ◈ ১১ দাবি নিয়ে এবার মতিঝিলের রাস্তায় শেয়ারবাজারে বিনিয়োগকারীরা  ◈ ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে ৬ ফ্লাইটের সিলেট ও কলকাতায় অবতরণ ◈ রুপির দাম রেকর্ড নিম্নমুখী, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যু.দ্ধের আশঙ্কা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদিসে ঘুমের আগে দরজা বন্ধ, বাতি নেভানোসহ আরও যেসব কাজের নির্দেশ দেয়া আছে

ঘুম শরীরের ক্লান্তি দূর করে, মনে প্রশান্তি আনে এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে। সারা দিনের ক্লান্তি-শ্রান্তিতে বিপর্যস্ত হয়ে রাতে ঘুমানোর মাধ্যমে আবার উদ্যমতা ফিরে আসে। ঘুম থেকে জেগে নবোদ্যমে নতুন দিন শুরু করা যায়। মহান আল্লাহ বান্দার আরাম ও শান্তির জন্য ঘুমের নেয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, ‘তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম, করেছি রাতকে আবরণ।’(সূরা নাবা, আয়াত : ৯-১০)

অন্য আয়াতে আল্লাহ তায়লা বলেছেন, আর তিনিই তোমাদের জন্য রাতকে করেছেন আবরণস্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্ৰা এবং ছড়িয়ে পড়ার জন্য করেছেন দিন। (সূরা ফুরকান, আয়াত : ৪৭)

কোরআনে রাতকে ঘুমের সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে হাদিসে দিনের বেলা সামান্য সময় বিশ্রামের তাগিদ দেওয়া হয়েছে। ইসলামী শরিয়তের পরিভাষায় যাকে ‘কাইলুলা’ বলা হয়।

আল্লাহ বলেন, ‘তিনিই স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে (রাতে) বিশ্রাম গ্রহণ করো ও (দিনে) তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ’ (সূরা কাসাস, আয়াত : ৭৩)

বিনা প্রয়োজনে রাত-জাগা অপছন্দ করতেন রাসূল (সা.)।আবু বারজা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) এশার আগে ঘুমানো এবং এশার পর অহেতুক আলাপচারিতায় লিপ্ত হওয়া অপছন্দ করতেন। (সহিহ বুখারি, হাদিস : ৫৬৮)

প্রশান্তির ঘুমের জন্য আরামদায়ক পরিবেশ প্রয়োজন। এজন্য ঘুমের আগে দরজা বন্ধ, বাতি নেভানোসহ আরও কিছু কাজ করা উচিত। হাদিসে এমন কিছু কাজের কথা বলে দিয়েছেন প্রিয়নবী (সা.)। 

এ বিষয়ে হজরত জাবির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—

তোমরা (শোয়ার আগে) ঘরের দরজা বন্ধ করে দিও, পানির পাত্রের মুখ ঢেকে বা বেঁধে দিও, থালাগুলো উপুর করে রেখ অথবা ঢেকে দিও এবং আলো নিভিয়ে দিও। কারণ, শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। মশকের বন্ধ মুখ উদম করতে পারে না এবং পাত্রের মুখ খুলতে পারে না। (আলো না নিভালে) মানুষের ঘরে দুষ্টু ইঁদুর আগুন লাগিয়ে দেয়। (ইবনু মাজাহ, হাদিস : ৩৪১, মুসলিম)

  • সর্বশেষ
  • জনপ্রিয়