শিরোনাম
◈ সোহেল তাজ কোন মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিতে বলছেন? ◈ কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি ◈ রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন, মনোভাব বোঝার চেষ্টায় যুক্তরাষ্ট্র ◈ সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ◈ আ. লীগের কলকাতায় বৈঠক থেকে কর্মসূচি, বাস্তবায়নই পরীক্ষা ◈ শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত : ডিবি প্রধান ◈ জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা ◈ সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই: সংস্কৃতি উপদেষ্টা ◈ বিশ্ববাজারে নতুন ইতিহাস সৃষ্টি করলো সোনা, বাড়তে পারে দেশের বাজারেও ◈ হেফাজতে যুবদল নেতার মৃত্যু, জরুরি তদন্তের নির্দেশ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৬ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীজি রসুলুল্লাহ (স.) রমজানের আগে যে ৫ প্রস্তুতি নিতেন

কোনো কাজই পরিকল্পনা ছাড়া সুচারুভাবে সম্পন্ন হয় না। তাই প্রতিটি ইবাদতের জন্য পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। রসুলুল্লাহ (স.) নামাজ ও হজের মতো পবিত্র রমজানের জন্যও বিশেষ প্রস্তুতি নিতেন এবং উম্মতকে রমজানের ইবাদতের জন্য আগাম প্রস্তুত হতে বলতেন।
আসুন, নবীজির (স.) জীবন ও কর্মপন্থা অনুযায়ী রমজানের প্রস্তুতিমূলক কিছু করণীয় জেনে নিই—

 রমজান প্রাপ্তির জন্য দোয়া করা

রসুলুল্লাহ (স.) আমলের তাওফিকের জন্য দোয়া করতেন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, যখন রজব মাস আসত, রসুলুল্লাহ (স.) বলতেন,
 
হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। (বায়হাকি ৩৫৩৪)

পূর্বসূরী অনেক আলেমও রমজান প্রাপ্তির জন্য দোয়া করতেন। ইবনে রজব হাম্বলি (রহ.) বলেন, ‘মুয়াল্লা ইবনে ফজল বলেছেন, তারা ছয় মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন এবং ছয় মাস আমলগুলো কবুল হওয়ার জন্য দোয়া করতেন।’
  
রমজানের জন্য দিনক্ষণ গণনা করা

শাবান মাসের তারিখ হিসাব রাখা রমজানের পূর্বপ্রস্তুতির একটি সুন্নত। রাসুল (সা.) শাবানের দিন তারিখ সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকতেন। হজরত আয়েশা (রা.) বলেন, আল্লাহর রসুল শাবান মাসের তারিখের প্রতি এত লক্ষ রাখতেন যা অন্য মাসে করতেন না। (আবু দাউদ ২৩২৫)

রমজানের আগের মাসে অধিক পরিমাণে রোজা রাখা

শাবান মাসে অধিক রোজা রাখা নবিজির একটি বিশেষ আমল ছিল। হজরত ওসামা ইবনে জায়েদ (রা.) বলেন,  রসুলুল্লাহ (স.) শাবান মাসে অধিক রোজা রাখতেন। আমি জিজ্ঞাসা করলাম কেন? তিনি বললেন, এটি এমন একটি মাস যে মাসে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল রোজা অবস্থায় পেশ করা হোক। (নাসায়ি ২৩৫৭)

জনসাধারণকে রমজানের প্রতি উৎসাহী করা

 রসুলুল্লাহ (স.) সাহাবিদের রমজানের ফজিলত সম্পর্কে অবগত করাতেন এবং তাদের ইবাদতে উৎসাহ দিতেন। তিনি বলতেন, রমজান বরকতময় মাস, তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। (নাসায়ি ২১০৬)

রমজানের বিধান জানা ও আগমনে আনন্দ প্রকাশ করা

রমজানের যাবতীয় বিধি-বিধান সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। রসুলুল্লাহ (স.) নিজেও সাহাবিদের এ বিষয়ে সচেতন করতেন। একইভাবে আলেমদের উচিত রমজানের বিধান নিয়ে মানুষের মাঝে প্রচার করা।
 
রমজানের আগমনে আনন্দ প্রকাশ করা মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায়। তাই তারা আনন্দিত হোক।’ (সুরা ইউনুস ৫৮)

রসুলুল্লাহ (স.) নিজেও রমজানের আগমনে আনন্দ প্রকাশ করতেন এবং সাহাবিদের জানাতেন, ‘তোমাদের দুয়ারে রমজান এসেছে।’ (নাসায়ি ২১০৬)
 
আমরা যদি রসুলের (স.) সুন্নত অনুসারে রমজানের প্রস্তুতি নিই, তাহলে আমাদের রমজান যথার্থভাবে পালন করা হবে।
লেখক: শিক্ষক ও খতিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়