শিরোনাম
◈ সাংবাদিকদের অব্যাহতি প্রসঙ্গে সময় টিভির নিজস্ব বক্তব্য ◈ সাঈদীর পক্ষে সাক্ষী হওয়ায় ভারতে বন্দি ছিলেন সুখরঞ্জন বালি ◈ ফেনী শহরে ১৫টি কুকুরকে ৩ মাস খাওয়ানোর শর্তে আসামির মুক্তি ◈ আমাদের আর বসে থাকার সুযোগ নেই, আসুন প্রতিবাদ করি প্রতিরোধ করি : নানক (ভিডিও) ◈ এক যুগ পর দেশে ফিরছেন কায়কোবাদ, ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি ◈ সচিবালয়ে সাংবাদিকসহ বেসরকারি সবার ‘প্রবেশ পাস’ বাতিল ◈ মনমোহন সিং পাকিস্তানে নিজের গ্রামে কেন আর ফিরে যাননি ◈ এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার, যেখানে জবাবদিহি হবে প্রাথমিক ভিত্তি: আলী রীয়াজ ◈ অভিযোগের বিষয়ে ‘এএফপি ও বিবিসি’ কে চ্যালেঞ্জ ছুড়েছেন হাসনাত আব্দুল্লাহ, যেসব দাবি জানান ◈ যে ২৫ এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১:১১ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী নবী (সা.) যে ৩ কাজ তাড়াতাড়ি করতে বলেছেন

ইসলামের সব বিধানই নবী (সা.) সাহাবিদের সামনে বর্ণনা করতেন। তবে মাঝেমধ্যে কোনো কোনো সাহাবিকে এককভাবে ডেকে বিশেষ কিছু নসিহত করতেন। তেমনই একদিন হজরত আলী (রা.)-কে তিনটি গুরুত্বপূর্ণ নসিহত করলেন। নাসায়ির হাদিসে এসেছে, তিনি আলী (রা.)-কে তিনটি কাজে দেরি না করার নির্দেশ দেন। যথা:

১. নামাজ: যখন ওয়াক্ত আসে, তখনই নামাজ আদায় করা উত্তম। কাসিম ইবনে গান্নাম (রহ.)-এর থেকে তাঁর ফুফু ফারওয়া (রা.)-এর সূত্রে বর্ণিত, যিনি নবী (সা.)-এর কাছে বাইয়াত গ্রহণকারী নারীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন, ‘রাসুল (সা.)-কে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে ভালো? তিনি বললেন, আওয়াল (প্রথম) ওয়াক্তে নামাজ আদায় করা।’ (তিরমিজি: ১৭০)

২. জানাজা: যখনই জানাজা উপস্থিত হয়, তখনই দেরি না করে নামাজ আদায় করা উচিত। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা জানাজা তাড়াতাড়ি পড়ে নেবে। যদি সে নেককার হয় তবে তা তার জন্য কল্যাণকর। তোমরা তাকে তাড়াতাড়ি তার কল্যাণের দিকে পাঠিয়ে দাও। আর যদি বদকার হয়, তবে একজন বদকারকে স্বীয় স্কন্ধ থেকে নামিয়ে রাখো। (নাসায়ি: ১৯১০)

৩. বিবাহযোগ্য নারী: যখনই বিবাহযোগ্য নারীর জন্য উপযুক্ত পাত্র পাওয়া যাবে, তখনই বিয়ে দিয়ে দেওয়া উত্তম। হজরত আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) আমাদেরকে বলেছেন, তোমাদের যে ব্যক্তি বিয়ের খরচাদির সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে; আর যে ব্যক্তি অসমর্থ, সে যেন সিয়াম পালন করে। এটি তার যৌন তাড়নার নিয়ন্ত্রক। (নাসায়ি: ৩২০৮)

  • সর্বশেষ
  • জনপ্রিয়