শিরোনাম
◈ এনসিএিল টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকাকে ১০ উইকেটে হারালো চট্টগ্রাম ◈ পাইপলাইনে তেল আসবে চট্টগ্রাম থেকে ঢাকায়, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ বিজয় দিবসের অনুষ্ঠানে নাশকতা পরিকল্পনার অভিযোগ: আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ◈ ইংলিশ লিগে রাতে মাঠে নামছে লিভারপুল ও আর্সেনাল, লা লিগায় রিয়াল মাদ্রিদ ◈ ভারতের বিভ্রান্তিমূলক প্রচারণা বাংলাদেশে হিন্দুদের সাহায্য করছে না ◈ সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: ভারত প্রসঙ্গে সারজিস আলম (ভিডিও) ◈ ভারতকে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করে নিলো সুইজারল্যান্ড ◈ টাকার অঙ্কে ঝুলছে প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ : হাসনাত আবদুল্লাহ ◈ ঈসা (আঃ)'র আগমনের জন্য প্রস্তুত হচ্ছে সিরিয়িা!(ভিডিও) ◈ নিষেধাজ্ঞা প্রত্যাহার : টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৪ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈসা (আঃ)'র আগমনের জন্য প্রস্তুত হচ্ছে সিরিয়িা!(ভিডিও)

বিদ্রোহীদের তীব্র আক্রমণে অবশেষে স্বৈরাচারমুক্ত হয়েছে সিরিয়া অবসান ঘটেছে আসাদের। দুই যুগের স্বৈরশাসনের। আর এরপর থেকেই নতুন করে আলোচনা এসেছে পবিত্র এই ভূমিটি। 

ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস এমনকি কেয়ামতের কিছু আলামত ঘটবে এই ভূমিতে। একই সাথে ঈসা (আঃ) এর আগমন ঘটবে এই ভূমিতে। তবে কতটা প্রস্তুত সিরিয়া।

বর্তমানে সিরিয়া,  লিবিয়া,  ফিলিস্তিন, নেবানলকে পবিত্র সামীর ভূমি বলা হয়। রাসূল (সাঃ) সামিরকে মুসলিমদের দ্বিতীয় হিজরতের ভূমি হিসেবে উল্লেখ করেছেসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাম হবে শেষ দুর্গ।

সামভূমি হবে কেয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রস্থল। এখানে ইমাম মাহাদীর নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবেন। সেই সাথে রুমাইয়াত মসজিদের সাদা মিনারের পাশে ঈসা (আঃ) প্রথম পদচরণ হবে।

কোরআন এবং বিভিন্ন হাদিস থেকে জানা যায় ইমাম মাহাদী এবং দাজ্জালের আসার পর ঈসা (আঃ) আগমন হবে মুসলিমদের একটা বড় অংশ।

দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে মুসলিমরা। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে অনেকটা কোন ঠাসা হয়ে যাবশা। তখন ইমাম মাহাদী এবং তার সৈন্যরা দামেস্কের ভেতরে অবস্থান করবেন। তখন দামিস্কের বাহিরে দাজ্জাল ও তার সেনারা সম্পূর্ণ ঘিরে রাখবে। তাতেই ইমাম মাহদী সিদ্ধান্ত নেবেন যে এভাবে বসে থাকবেন না। 

মুসলিমরা সরাসরি দাজ্জালের সাথে মোকাবেলা করবে এবং তখন দামেস্কের দরজা খুলে দেওয়া হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরদিন ফজরের নামাজের সময় ইমাম মাহাদীর পেছনে মুসলিমরা দাঁড়াবেন।

এরপর হঠাৎ অন্ধকারে চারদিক ঢেকে যাবে। এতটাই অন্ধকার হয়ে যাবে যে একজন মানুষ তার হাতটাও দেখতে পারবে না।

এ সময় দামেস্কের সাদা মিনানের পাশে দুজন ফেরেশতার কাঁধে ভর করে নেমে আসবেন ঈসা (আঃ)  মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন হবে সেই দিনটি যেদিন তোমাদের মাঝে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দুজনেই থাকবেন।

কেউ হয়তো বলে দেবে না কিন্তু সবাই বুঝে যাবেন যে ঈসা (আঃ) পৃথিবীতে ফিরে এসেছেন। তিনি মুসলিমদের চোখের পানি মুছে দিবেন। তাদের জান্নাতের সুখবর দিবেন। 

তখন ইমাম মাহাদী সরে গিয়ে ঈসা (আঃ) জায়গা দিবেন। এবং নামাজের ইমামতি করার সুযোগ করে দিবেন।

কিন্তু ঈসা (আঃ) বলবেন ইকামত আপনার জন্য দেয়া হয়েছে আপনি নামাজের নেতৃত্ব দিন। আমি এসেছি অন্য উদ্দেশ্যে। এই বলে ঈসা (আঃ) ইমাম মাহাদীর পেছনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করবেন। 

অর্থাৎ আল্লাহর একজন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন।

এখানে বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কিভাবে সম্মানিত করা হয়েছে।

নামাজ শেষে ঈসা (আঃ) বলবেন দামিস্কের  দরজা খুলে দিতে। দাজ্জাল যখন ঈসা (আঃ) কে দেখবেন তখন দাজ্জাল গলে যেতে থাকবেন। যেমনটা পানির মধ্যে লবণ গলে যায়।

ঈসা (আঃ) দাজ্জালকে ধাওয়া করবেন। এবং বাদিলুত নামের জায়গায় তাকে হত্যা করবেন। তখন ঈসা (আঃ) দাজ্জালের অনুসারীদের বলবেন এই যদি তোমাদের খোদা হয় তাহলে আমি তাকে কিভাবে হত্যা করলাম।

এরপর ঈসা (আঃ)  পৃথিবীতে ৪০ বছর অবস্থান করবেন। এ সময় তিনি শান্তি ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন। এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন। 

এছাড়া তখন পৃথিবীতে থাকাকালীন সমস্ত মিথ্যা ধর্মের অবসান ঘটবে। এবং সত্য ধর্ম প্রতিষ্ঠিত হবে। তার শাসন আমলে পৃথিবীতে শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

সিরিয়ার বিদ্রোহী রা দামেস্ক দখল করে মসজিদের ভিতরে উল্লাস করেছেন, এবং নামাজ আদায় করেছেন আর এই উল্লাসের   দুটি কারণ থাকতে পারে। প্রথমত তারা দামেস্ক থেকে স্বৈরাচার আসাদের পতন ঘটিয়েছেন এবং দ্বিতীয়তঃ তারা প্রস্তুত (আঃ)  এর আগমনের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়