সত্যিকার বৈষম্যহীন সংস্কার হচ্ছে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী সংস্কার বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে এ কথা বলেন তিনি।
খতিব বলেন, ‘আমাদের দেশ স্পর্শকাতর অবস্থায় আছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি-- সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বৈষম্য দূর করতে গিয়ে যদি আবার বৈষম্য সৃষ্টি হয় তাহলে এটা হবে-- বৈষম্য শব্দের অপব্যবহার ও শহীদের রক্তের প্রতি অবিচারের নামান্তর।’
মুফতি আবদুল মালেক বলেন, ‘যে কোনো সংস্কারের আগে জেনে নেবেন এ বিষয়ে মহান আল্লাহ ও তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন। সে অনুযায়ী সংস্কার করা হলেই সত্যিকার সংস্কার সাব্যস্ত হবে। নারীকে পুরুষ আর পুরুষকে নারী বানিয়ে দেয়া ও পশ্চিমা সংস্কৃতি এ দেশে ছড়িয়ে দেয়া সংস্কার নয়। আমরা চাই, এ দেশে সব ধর্মের মানুষ পরস্পর শান্তিতে থাকুক।’
এর আগে গত সপ্তাহের বয়ানে মুফতি আবদুল মালেক বলেন, ‘আল্লাহর রাস্তায় দীন প্রতিষ্ঠার জন্য যারা শত্রুর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে তারা হলো মূল শহীদ। এ ছাড়াও ন্যায়সংগত অধিকার আদায়ের জন্য যারা আন্দোলন করে তাদের প্রতি অন্যায়ভাবে জুলুম করে যদি তাদের হত্যা করা হয় তাহলে তারাও শহীদ হিসেবে গণ্য হবে। এই শহীদের রক্তের প্রতি সম্মান জানানো এবং তাদের আন্দোলনের উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সবার দায়িত্ব।’ উৎস: সময়নিউজটিভি।
আপনার মতামত লিখুন :