শিরোনাম
◈ মাঝরাতে ঐক্যের ডাক দিয়ে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর পোস্ট ◈ ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবি ছাত্রী নিহত ◈ রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো: ড. ইউনূস ◈ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক করবে ◈ ছাত্রদল ও বামদলগুলোর প্রশ্ন- এখানে ছাত্রশিবির কেন? ◈ সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বিনিয়োগের সুরক্ষা চান এস আলম ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলনকে ঘিরে ১৪৪ ধারা জারি ◈ দুর্বল তিন ব্যাংককে আরও ২৬৫ কোটি টাকার তারল্য সহায়তা ◈ ঝিনাইদহে ক্ষুধার যন্ত্রণায় হনুমানের দল কখনো কখনো বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট করছে ◈ হজ ও ওমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে, পালিত হচ্ছে হ্যালোইনও ! (ভিডিও)

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০৩:১৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক অজু দিয়ে একাধিক নামাজ পড়া যাবে কিনা!

অজু থাকলেও রাসুলুল্লাহ (সা.) প্রত্যেক সালাতে নতুন করে অজু করে নিতেন। কিন্তু সাহাবায়ে কেরাম অজু না ভাঙা পর্যন্ত এক অজুতে কয়েক ওয়াক্ত সালাত আদায় করতেন। তবে মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ (সা.) এক অজুতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। সুতরাং অজু থাকলে এক অজুতে একাধিক নামাজ পড়া জায়েজ আছে। তবে নতুন করে অজু করে নেওয়া উত্তম। এ বিষয়ে বর্ণিত কয়েকটি হাদিস হলো-

আমর ইবন আমির আনসারি (রহ.) বলেন, আমি আনাস ইবন মালিক (রা.)-কে বলতে শুনেছি : নবী (সা.) প্রত্যেক নামাজের ওয়াক্তে নতুন করে অজু করতেন। আমি আনাস (রা.)-কে প্রশ্ন করলাম, আপনারা কী করেন? তিনি বলেন, আমাদের অজু নষ্ট না হলে একই অজুতে আমরা সব ওয়াক্তের নামাজ আদায় করে করে নিই। (তিরমিজি, হাদিস : ৬০)

অন্য হাদিসে এসেছে, আনাস (রা.)  বলেন, নবী (সা.) প্রত্যেক সালাতের সময় অজু করতেন। আমি বললাম : আপনারা কী করতেন? তিনি বললেন, হাদাস (অজু ভঙের কারণ) না হওয়া পর্যন্ত আমাদের (আগের) অজু যথেষ্ট হতো। (বুখারি, হাদিস : ২১৪)

রাসুলুল্লাহ (সা.) একই অজুতে সব নামাজ আদায় করার কথাও হাদিসে এসেছে। সুলাইমান ইবনু বুরাইদা (রা.) থেকে তাঁর পিতার সূত্রে থেকে বর্ণিত, তিনি (বুরাইদা) বলেন, নবী (সা.) প্রতি ওয়াক্তের নামাজের জন্য নতুনভাবে অজু করতেন। তিনি মক্কা বিজয়ের দিন একই অজু দিয়ে সব ওয়াক্তের নামাজ আদায় করলেন এবং মোজার ওপর মাসাহ করলেন। উমর (রা.) বলেন, আপনি এমন একটি কাজ করলেন যা ইতোপূর্বে কখনো করেননি। রাসুল (সা.) বলেন, আমি ইচ্ছা করেই (উম্মতের সুবিধার জন্য) এটা করলাম। (তিরমিজি, হাদিস : ৬১)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়