মদিনার মসজিদে নববীর পাশে অবস্থিত পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে দর্শনার্থীদের প্রবেশের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, এখন দর্শনার্থীরা ফজরের নামাজ ও
আসরের নামাজের পর কবরস্থান পরিদর্শন করতে পারবেন।
ইনসাইড দ্যা হারাইমাইনের সংবাদে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ফজরের নামাজের পর ও আসরের নামাজের পর এ দুই সময়ে জিয়ারতকারীরা জান্নাতুল বাকিতে প্রবেশ করতে পারবেন।
এ পরিবর্তনের মূল লক্ষ্য হলো দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি। বিশেষত ব্যস্ত মৌসুমগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। নির্দিষ্ট সময় নির্ধারণের মাধ্যমে কবরস্থানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। এর মাধ্যমে জিয়ারতকারীদের জন্য একটি সুন্দর অভিজ্ঞতা প্রদান সম্ভব হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
জান্নাতুল বাকি কবরস্থানটি ইসলামের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। এখানে হজরত মুহাম্মদ (স.)-এর পরিবারের সদস্য ও সাহাবিদের কবর রয়েছে।
কর্তৃপক্ষ দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, এ পবিত্র স্থান পরিদর্শনের সময় তার মর্যাদা রক্ষা করা, নির্ধারিত সময়সূচি মেনে চলা। এর মাধ্যমে স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :