ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সৌদি আরব ও আরব আমিরাতসহ মধ্যপ্রচ্যের দেশগুলো ৩০ রমজান পূর্ণ করে মুসলমাদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
[৩] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ ও কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
[৪] সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৬.৫ মিনিটে কাবা শরিফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতের ইমামতি করবেন শায়েখ সালেহ আল হুমাইদ। মদিনার মসজিদে নববিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬.১ মিনিটে। ঈদের নামাজের ইমামতি করবেন শায়েখ আলী আল হুজাইফি।
[৫] এদিকে রোববার সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, দেশের আকাশে কোথাও ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার ৩০ রোজা পূর্ণ হবে। মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আপনার মতামত লিখুন :