শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান ◈ মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী ◈ সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের প্রচার, যা জানা গেল ◈ নির্বাচন নিয়ে ফখরুলের বক্তব্যের কড়া জবাব সারজিসের (ভিডিও) ◈ জয়বঞ্চিত ম্যানচেস্টার সিটি, হার এড়ালো লিভারপুল ◈ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রধান যে পাঁচটি সুপারিশ থাকছে ◈ জাতীয় পার্টির সঙ্গে কথা বলা যৌক্তিক মনে করছি না: উপদেষ্টা মাহফুজ (ভিডিও) ◈ বিএনপি বলছে সম্ভব, জামায়াত বলছে না ◈ তাসকিন আহমেদ উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ◈ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজার

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪, ০৭:১৭ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিম বিশ্বের অনন্য স্থাপনা টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ

অয়ন: [২] বিশ্বের ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ২০১ গম্বুজ মসজিদটি। মসজিদ নির্মাতাদের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট ও দ্বিতীয় উচ্চতম মসজিদ। মসজিদটির নির্মাণকাজ এখনো চলছে। নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ না হলেও নান্দনিক এই মসজিদটি দেখতে ও নামাজ পড়তে দেশ-বিদেশ থেকে অনেক দর্শনার্থী প্রতিদিনই আসছেন। সূত্র : ঢাকাপোস্ট 

[৩] ২০১৩ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই মসজিদের নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ শেষ হলে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। নির্মাণাধীন মসজিদটিতে ২০১৮ সাল থেকে পবিত্র ঈদের নামাজ আদায় শুরু করা হয়েছে। শবেবরাত ও শবেকদর উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের কার্যক্রমও চলে। মসজিদের বাম পাশে মাজারের মতো একটি স্থাপনা রয়েছে। সেখানে একজনের কবর দেওয়ার মতো জায়গা ফাঁকা পড়ে আছে। মসজিদের নির্মাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের এখানে সমাহিত হওয়ার কথা রয়েছে।

[৪] মসজিদসংলগ্ন দক্ষিণ-পশ্চিম দিকে ৪৫১ ফুট উচ্চতার একটি বিশাল বড় মিনার তৈরি করার কথা রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে প্রায় ৫৭ তলা উঁচু ভবনের সমান এই মিনারের ৫০তলা পর্যন্ত থাকবে লিফট সুবিধা। নাম হবে রফিকুল ইসলাম টাওয়ার। নির্মাণ শেষ হলে দিল্লির কুতুব মিনারকে পেছনে ফেলবে রফিকুল টাওয়ার। মসজিদটির দেয়ালের টাইলসে অঙ্কিত থাকবে ৩০ পারা পবিত্র কোরআন শরিফ। সূত্র : বাংলাভিশন

[৫] মসজিদের প্রধান যে দরজাটি তৈরি করা হয়েছে তাতে ব্যাবহার করা হয়েছে ৫০ মণ পিতল। মসজিদের ছাদের মাঝখানের গম্বুজটির উচ্চতা ৮১ ফুট, বাকি ২০০টি গম্বুজ ১৭ ফুট উচ্চতা বিশিষ্ট। মূল মসজিদের চার কোণে রয়েছে ১০১ ফুট উচ্চতার চারটি মিনার। পাশাপাশি থাকবে ৮১ ফুট উচ্চতার আরও চারটি মিনার। ডিজাইন ও কারুকার্যের দিক থেকে মসজিদটি একটি ভিন্ন সৌন্দর্যের প্রতীক। মসজিদের টাইলস, মার্বেল ও দামি পাথরসহ ফিটিংসের যাবতীয় শোভাবর্ধনের শৌখিন কারুকার্য খচিত পাথরগুলো চীন ও ইতালি থেকে আমদানি করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিদেশ থেকে এসব মার্বেল পাথরগুলো আনা হয়েছে।

[৬] ২০১ গম্বুজ মসজিদের তত্ত্বাবধায়ক মো. হুমায়ুন কবীর বলেন গম্বুজ মসজিদ এর মতো বিশিষ্ট পৃথিবীর কোথাও নেই। সকলের সহযোগিতায় মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। নান্দনিক এই স্থাপত্যকলার মসজিদটি দেখতে প্রতিদিন গড়ে প্রায় ৮ থেকে ১০ হাজার দর্শনার্থী আসেন। মসজিদকে কেন্দ্র করে এলাকার উন্নয়ন হয়েছে। ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে। ফলে রাস্তাঘাটের আরও উন্নয়ন প্রয়োজন। এ ছাড়া ও যাতায়াতের বিশেষ নিরাপত্তার দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়