শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ২৪ জুন, ২০২২, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২২, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিশ্ব অর্থনীতির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞা’

রাশিদুল ইসলাম : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় যে আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় একতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ^ একটি সংকটময় সময় পার করছে। এর পাশাপাশি কোভিড মহামারীকে তিনি নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। শি বলেন, অতীতের ট্র্যাজেডিগুলি আমাদের মধ্যে আধিপত্য, গোষ্ঠী রাজনীতি ও গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করার পর তা কেবল যুদ্ধ ও সংঘাতের দিকে নিয়ে যায়। আরটি

চীনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংকট বিশ্বের সবার জন্য আরেকটি জেগে ওঠার আহ্বান। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে তথাকথিত ‘শক্তির অবস্থান’-এ অন্ধ বিশ্বাস এবং সামরিক জোট সম্প্রসারণের চেষ্টা এবং অন্যের খরচে নিজের নিরাপত্তা খোঁজার চেষ্টা কেবল নিরাপত্তা দ্বিধায় পড়ে যাবে। পশ্চিমা নিষেধাজ্ঞাকেও লক্ষ্য করে শি বলেন, এই ধরনের শাস্তি একটি ‘দ্বিধার তলোয়ার’ যা বিশ্ববাসীর ক্ষতি করছে। নিষেধাজ্ঞা মোকাবেলায় বিভিন্ন দেশকে ‘সংহতি ও সমন্বয় গ্রহণ করা উচিত।’

তবে ফোরামের ব্রিকস’এর প্রতিটি নেতার বক্তব্যে পার্থক্য স্পষ্ট ছিল। ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তাদের সরকারের প্রতিলিপি অনুসারে দারিদ্র্য, অসমতা এবং ভ্যাকসিন অ্যাক্সেসের পাশাপাশি বাণিজ্য এবং বিনিয়োগের মতো বিষয়গুলিতে গুরুত্বারোপ করেন। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেন, তার দেশ আরও অর্থনৈতিক একীকরণের জন্য উন্মুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়