শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০১:৪৩ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের উপকণ্ঠে নতুন নৌঘাঁটি বানাবে ভারত

ইমরুল শাহেদ: [২] এই ঘাঁটি বানানো হবে লাক্ষ্যাদ্বীপে। সেখানে পাঠানো হচ্ছে রণতরী ‘জটায়ু’। এই জাহাজটি থেকে মালদ্বীপ সংলগ্ন সাগরে নজর রাখা হবে। আসল উদ্দেশ্য ভারত মহাসাগরে নজরদারি বাড়ানো। সূত্র: আনন্দবাজার

[৩] সরকারি সূত্রে বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই লাক্ষ্যাদ্বীপে পৌঁছে যাবে ‘জটায়ু’। লাক্ষ্যাদ্বীপের মিনিকয় দ্বীপে প্রাথমিকভাবে রণতরীটিকে রাখা হবে। ওই অঞ্চলের সাগরে কী চলছে, তার উপর নজর রাখবে ‘জটায়ু’।

[৪] প্রাথমিকভাবে ‘জটায়ু’তে হাতেগোনা কয়েকজন নৌ কর্মকর্তা এবং কর্মীকে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিধি বাড়বে। আগামী দিনে ‘জটায়ু’কে কেন্দ্র করে লাক্ষ্যাদ্বীপে নতুন একটি নৌঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে ভারতের।

[৫] আগামী সপ্তাহে নৌবাহিনীর কমান্ডারদের কনফারেন্স প্ল্যান অনুষ্ঠিত হবে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যের উপরে। সেখানেই লক্ষদ্বীপে আইএনএস ‘জটায়ু’কে কেন্দ্র করে নতুন ঘাঁটি তৈরি করা হবে।

[৬] বঙ্গোপসাগরে নজরদারির জন্য আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের কাছে রয়েছে আইএনএস বাজ। ‘জটায়ু’কে লাক্ষ্যাদ্বীপে পাঠানো হলে আরব সাগরেও ভারতের নজরদারি তেমন জোরদার হবে বলে মনে করা হচ্ছে। লাক্ষ্যাদ্বীপে আপাতত রণতরী ছাড়াও বেশ কিছু হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা রয়েছে নৌ সেনার। এমএইচ ৬০ কপ্টার সেখানে পাঠানো হবে।

[৭] মালদ্বীপে গত নভেম্বরে ক্ষমতায় এসেছেন ভারতবিরোধী শাসক মহম্মদ মুইজ্জু। তার পর থেকে দক্ষিণ-পশ্চিমের এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। চীনপন্থী শাসক হিসাবে পরিচিত মুইজ্জু মালদ্বীপ থেকে ভারতকে সেনা সরিয়ে নিতে বলেছেন। সম্পাদনা: রাশিদ 

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়