এম খান: [২] মহম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন মালদ্বীপ সরকার সে দেশ থেকে সেনা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই সময়সীমা বেধে দিয়েছিল ভারতকে। মুইজ্জু সরকার ১৫ মার্চের মধ্যে মালদ্বীপ থেকে সেনা সরাতে বলেছিল ভারতকে।
[৩] আনন্দবাজার জানায়, মালদ্বীপ সরকারের সেই আহ্ববানে মালদ্বীপের বিমানবন্দরগুলি থেকে ভারতীয় সেনা সরানোর কথা জানিয়েছে মোদি সরকার।
[৪] তবে পরিবর্তে জানিয়েছে, ভারতীয় সেনা সরালেও মালদ্বীপ থেকে ভারতীয়দের সরাবে না সরকার। সেনার বদলে দ্বীপরাষ্ট্রে মোতায়েন করা হবে ‘যোগ্য ভারতীয় প্রযুক্তিবিদ’।
[৫] সেনা সরিয়ে ঠিক কাদের পাঠানো হবে মালদ্বীপে, সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানায়নি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের মতে, সেনা সরিয়ে নিলেও সেখানে সেনার প্রযুক্তিবিদদেরই পাঠাবে ভারত। অর্থাৎ, সেনার বদলে পাঠানো হবে ‘সেনা’ই।
এমকে/আইএফ
আপনার মতামত লিখুন :