শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২১ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট

ববি বিশ্বাস: [২] বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এই বৈঠকে বিরোধী রুশ নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুতে তার পরিবারের কাছে গভীর সমবেদনা প্রকাশ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: সিবিএস নিউজ

[৩] এ সময় তিনি নাভালনির মুক্ত ও গণতান্ত্রিক রাশিয়া অর্জনের লক্ষ্যে অসীম সাহসিকতাপূর্ন সংগ্রাম এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার কন্ঠস্বর হবার প্রশংসা করেন বাইডেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ। 

[৪] ইতোমধ্যেই এই বৈঠকের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে হোয়াইট হাউস। ছবিগুলোতে দেখা যায়, নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াকে সহানুভূতিপূর্ণ আলিঙ্গন করছেন প্রেসিডেন্ট বাইডেন।

[৫] বৃহস্পতিবার লস এঞ্জেলেসের গণমাধ্যমকর্মীদের পুতিন বলেন, ‘আজকে আমার অ্যালেক্সেই নাভালনির স্ত্রী এবং কন্যার সঙ্গে সাক্ষাত করার সৌভাগ্য হয়েছে। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নাভালনী অসীম সাহসী ছিলেন এবং এটি একটি চমৎকার বিষয় যে তার স্ত্রী ও কন্যাও সেটিই ফুটিয়ে তুলছে।’

[৬] মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তার প্রশাসন অতি শীঘ্রই নাভালনির হত্যাকারী রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে। এর আগে ক্যালিফোর্নিয়ায় এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানেও পুতিনের বিপক্ষে পারমাণবিক যুদ্ধের আশাঙ্কার কথা তুলে ধরেন বাইডেন।

[৭] গত শুক্রবার রাশিয়ার একটি কারাগারে সাজা ভোগ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে ৪৭ বছর বয়সী অ্যালেক্সেই নাভালনির মৃত্যু হয়। এখনও নাভালনির মৃতদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়নি। সম্পাদনা: ইকবাল খান

বিবি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়