শিরোনাম
◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস ◈ নতুন রাজনৈতিক দল আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে (ভিডিও) ◈ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা ◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ◈ ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব ◈ এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ◈ যুব চ্যাম্পিয়নশিপে  ব্রাজিল ও আর্জেন্টিনার কষ্টের জয় ◈ লন্ডনে লিফলেট বিতরণে যে নাটক করলেন আওয়ামী লীগ নেতারা, নিতে প্রত্যাখ্যান ব্যবসায়ী! (ভিডিও) ◈ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা? ◈ জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন?

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরদেহ দেখানো হলো, গোপনে সমাধিস্থ করার চাপ নাভালনির মায়ের ওপর 

সাজ্জাদুল ইসলাম: [২] রাশিয়ার কারাগারে নিহত বিরোধীনেতা অ্যালেক্সি নাভালনির মা লিউডমিলা নাভালনায়া জানিয়েছেন, তাকে তার ছেলে নাভালনির দেখতে  দিয়েছে রুশ কর্তৃপক্ষ। নাভানলির মা অভিযোগ করেছেন, গোপনে ছেলের শেষকৃত্য করার অনুমতি দেওয়ার জন্য তাকে রুশ কর্তৃপক্ষ চাপ দিচ্ছে। সূত্র: আল-জাজিরা, বিবিসি

[৩] এক ভিডিও বার্তায় লিউডমিলা জানান, তাকে একটি মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নাভালনির মরদেহ দেখতে দেওয়া হয় তাকে। এ সময় নাভালনির মৃত্যু সনদে তার সই নেওয়া হয়। অ্যালেক্সি নাভালনির রাজনৈতিক সচিব জানিয়েছেন, ওই সনদে নাভালনির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

[৪] লিউডমিলা নাভালনায়া এক ভিডিও বার্তায় বলেন, তদন্তকারীরা কোথায়, কখন ও কিভাবে তার ছেলে নাভালনির মরদেহ সমাধিস্থ করা যাবে তা খতিয়ে দেখছেন। তিনি আরও বলেন, রুশ কর্তৃপক্ষ তাকে গোপনে সমাধিস্থ করতে তাকে চাপ দিচ্ছে।

[৫] নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া অভিযোগ করেছেন, তার স্বামীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত। রুশ কর্তৃপক্ষ তাকে হত্যা করেছে। ৪৭ বছর বয়সী নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আটক ছিলেন তিনি। নাভালনির আকস্মিক মৃত্যুর ঘটনা তার সমর্থক ও পশ্চিমা নেতাদের মধ্যে ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।

এসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়