শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪১ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতির প্রস্তাবে ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় হত্যাকান্ডে ইসরায়েলের জন্য লাইসেন্স: চীন

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জরিয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফ্রিাকান আরব দেশ আলজেরিয়ার উত্থাপিত একটি নতুন খসড়া প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ওই খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সূত্র: আল জাজিরা

[৩] নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র যে নতুন এই খসড়া প্রস্তাবে ভেটো দেবে তা আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৩টিই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল আরেক স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য। চীন বলেছে, এই ভেটো দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র গাজায় হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে লাইসেন্স প্রদান করেছে।

[৪] নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে রাশিয়া, ফ্রান্স ও চীন প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে।  যে কোন স্থায়ী সদস্য তারা ভেটো ক্ষমতা প্রয়োগ করে যে কোনো প্রস্তাব বাতিল করার ক্ষমতা রয়েছে। যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর অর্থ হলো প্রস্তাবটি গৃহীত হবে না। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আল-আকসা তুফান অভিযানের পরদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে অন্তত ২৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

[৫] মঙ্গলবার নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাবে ভেটো প্রয়োগের পর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড দাবি করেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হলে তা উপত্যকাটিতে সাময়িকভাবে যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কাতার ও মিসর যে আলোচনা চালাচ্ছে তা সমস্যার মুখে পড়বে। 

[৬] নিরাপত্তা পরিষদে দুই সপ্তাহের বেশি সময় আগে আরব দেশগুলোর পক্ষে নতুন যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবটি তুলেছিল আলজেরিয়া। এরপর গত সোমবার ওয়াশিংটন জানায়, গাজায় সাময়িক যুদ্ধবিরতির ও উপত্যকাটির সর্বদক্ষিণে রাফাহ এলাকায় ইসরায়েলের  স্থল অভিযান শুরুর বিরোধিতা করে পাল্টা একটি খসড়া প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র। ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তোলা এরআগের দুটি প্রস্তাবেও ভেটো দেয় যুক্তরাষ্ট্র। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়