শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪০ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইনে স্বর্ণখনিতে ধসে নিহত ৫৪, নিখোঁজ ৬৩

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহরের কাছে একটি পার্বত্য গ্রামের স্বর্ণখনিতে এ ধসের ঘটে। আহত অবস্থায় ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। দাভাও দে ওরো প্রদেশ প্রশাসনের কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি রোববার জানান, কয়েক সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টিপাতের পর গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ধস নামে ওই স্বর্ণখনিতে। তার কিছু সময় পরই উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

[৩] এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, ‘দুর্যোগ মোকাবিলা বিভাগের ৩শ’রও বেশি কর্মী ওই খনিতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। গত ৫ দিনে ৫৪ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং কাদা-জঞ্জালের স্তূপের নিচে এখনও অন্যরা আটকা পড়ে আছেন।’ দুইটি বাসের জন্য অপেক্ষা করার সময় এসব ব্যক্তি ভূমিধসে চাপা পড়েন। তিনি বলেন, ‘ওই এলাকায় থেকে ভারী বর্ষণ হচ্ছে। কাদায় পুরো খনি এলাকা ঢেকে গেছে এবং আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।’

[৪] কাদা-জঞ্জালের তলায় চাপা পড়াদের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে ম্যাকাপিলি বলেন, ‘তেমন সম্ভাবনা খুবই কম। তবে আমাদের উদ্ধারকারী বাহিনীর কর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

[৫] ভূমি ধসের সময় পাহাড়ের ঢালের ৭০০ মিটার নীচে পাথর, মাটি ও গাছপালা ভেঙ্গে পড়ে। এতে প্রায় ২২ একর এলাকা এসবের নিচে চাপা পড়ে। এর কাছেই এপেক্স মাইনিং কোম্পানির স্বর্ণ খনিটি অবস্থিত।

[৬] স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার তিন বছরের একটি মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই এলাকা থেকে ১১০০ পরিবারকে নিরাপত্তার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগে ভূমিকম্পে এলাকাটিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল।

এসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়