শিরোনাম
◈ তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর যা জানালো ◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০৭ বিকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারিবারিক ব্যবসা সাম্রাজ্য গড়ে তুলেছেন মিয়ানমারের মিন অং হ্লেয়িং

রাশিদুল ইসলাম: [২] মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেয়েউ সামরিক ইউনিফর্মে একজন সুবিধাবাদী ব্যবসায়ী। অভিজাত এলাকায় মিলিয়ন মিলিয়ন ডলারের প্লটগুলো ছাড়াও একাধিক ব্যবসার বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলেছেন অভ্যুত্থানের মাত্র ২ বছরের মাথায়। ইরাবতি

[৩] ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার তার সিদ্ধান্ত মিয়ানমারকে পৃথিবীতে একটি নরকে পরিণত করতে পারলেও তিনি এবং তার পরিবার আগুন থেকে লাভবান হতে লজ্জা পাননি।

[৪] মিন অং হ্লেয়েংয়ের ছেলে অং পায়ে সোনে ও কন্যা খিন থিরি থেট মন দেশটির পূর্ববর্তী স্বৈরশাসকদের সন্তানদের তুলনায় অঢেল সম্পদের মালিক। মিয়ানমারের প্রাক্তন স্বৈরশাসক থান শোয়ের কুখ্যাত স্বয়ংক্রিয় নাতি না শ্বে থওয়ে অং, স্কুলে যাওয়ার জন্য একটি সামরিক হেলিকপ্টারে প্রতিদিন সিঙ্গাপুরে উড়ে যেতেন, তারপরও শুধুমাত্র বন্ধুদের কাছ থেকে মাসিক বেতন নেওয়ার জন্য স্নাতক হন।

[৫] যখন মিন অং হ্লাইং মায়ানমারের সামরিক বাহিনীর সদ্য নিযুক্ত প্রধান ছিলেন, তখন তার পুত্র অং পায়ে সোনে ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত ছিলেন। আর এখন তিনি ইন্স্যুরেন্স, নির্মাণ ফার্ম, টেলিফোন কোম্পানি, অভিজাত রেস্তোরাঁ, গল্ফ কোর্স, বিস রিসোর্র্ট, বাস টার্মিনাল ও নানা প্রতিষ্ঠানের মালিক। তার বোন খিন থিরি থেট মন এভারিট জিম কো ও সেভেন্থ সেন্স নামে চলচ্চিত্র প্রযোজনা সংস্থার মালিক। 

[৬] দুই বছর আগে অভ্যুত্থানের পরপরই, মার্কিন ট্রেজারি বিভাগ মিন অং হ্লাইং-এর ছেলে ও মেয়ের মালিকানাধীন ছয়টি ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

[৭] মিন অং হ্লেয়েইয়ের কোম্পানি কোনো কাজে জড়িত থাকলে অন্য কোনো কোম্পানি একই কাজে কোনো দরপত্র জমা দিতে পারে না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়