শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০৮:৫৩ সকাল
আপডেট : ২২ জুন, ২০২২, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদিবাসী মুখেই আস্থা পদ্মের, এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মূর্মু

রাশিদুল ইসলাম : মঙ্গলবার রাতে এনডিএন রাষ্ট্রপতি  পদপ্রার্থী দ্রৌপদী মূর্মুর নাম ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। স্বাধীনতার সাত দশকের বেশি সময় পর প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেতে চলেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শাসক জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে এ দিন বিজেপি দফতরে নাড্ডার বৈঠক হয়। সেখানেই দ্রৌপদী মূর্মুর নাম চূড়ান্ত হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস

রাজনৈতিক জীবনে বিজেপির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন দ্রৌপদী মূর্মু। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বিজেপির তফসিলি মোর্চার জাতীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা দ্রৌপদী মূর্মু, সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তার আগে ছিলেন কাউন্সিলর। রায়রাঙ্গপুর পুরসভার চেয়ারপার্সনও ছিলেন তিনি। এছাড়া রায়রাঙ্গপুর বিধানসভার দু’বারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দ্রৌপদী। মোদী জমানায় ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন দ্রৌপদী মূর্মু।

জে পি নাড্ডা এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মূর্মুর নাম ঘোষণার পর পরই তাকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘শ্রীমতী দ্রৌপদী মূর্মুজি তার জীবন উৎসর্গ করেছেন সমাজের সেবায় এবং দরিদ্র ও প্রান্তিকদের ক্ষমতায়নের জন্য। তার সমৃদ্ধ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এবং প্রশাসক হিসাবে অসামান্য কৃতিত্ব রয়েছে। আমি নিশ্চিত তিনি আমাদের দেশের একজন মহান রাষ্ট্রপতি হবেন।’

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মূর্মুর প্রতিপক্ষ যশবন্ত সিনহা। মঙ্গলবারই ১৮টি বিরোধী দলের প্রতিনিধিরা বৈঠকে সহমতের ভিত্তিতে তাঁকে মনোনিত করেছেন। ইতিমধ্যেই তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন যশবন্ত। তবে, অঙ্কের হিসাবে এগিয়ে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মূর্মুই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়