শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ২১ জুন, ২০২২, ০৬:০৮ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২২, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে হচ্ছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি?

ভারতের পতাকা

ডেস্ক রিপোর্ট: রামনাথ কোবিন্দের পর কে হবেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি, তা নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা তুঙ্গে। রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে এরইমধ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে এক বৈঠক করেছে বিরোধীরা।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপি।

বিজেপির প্রার্থী তালিকায় ইতোমধ্যে দু’টি নাম উঠে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, চর্চিত তালিকায় উঠে এসেছেন কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান । দ্বিতীয় স্থানে আছেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। আজ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত হতে পারে বলেই জানা গেছে।

বিজেপির এক অংশের মতে, বর্তমান সময়ে চলতে থাকা ধর্মীয় বিতর্কে ইতোমধ্যে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে মুসলিম দেশগুলি। কুয়েতে ভারতীয় পণ্যে বয়কটের মতো ঘটনা ঘটেছে। শুধু দেশের বাইরে নয়, এই ঘটনায় দেশের ভেতরেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে। এ ক্ষেত্রে আরিফ মহম্মদ খান রাষ্ট্রপতি হলে, ভারত যে সমস্ত ধর্মের প্রতি সহানুভূতিশীল, সেই বার্তা দেওয়া যাবে বলে মনে করছেন তাঁরা।

এছাড়া কেরালার রাজ্যপাল শুধু উচ্চ শিক্ষিত নন, সেই বৈদেশিক রাজনীতি সম্পর্কে রয়েছে বিশেষ জ্ঞানও। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুসলিম দেশগুলির সম্পর্ক মজবুত করার পাশাপাশি মৌলবাদীদের উপযুক্ত জবাব দেওয়া যাবে বলেও মনে করছেন কেউ কেউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়