শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২০ জুন, ২০২২, ০৫:৪২ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২২, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেইলআউটের জন্য আইএমএফের সঙ্গে শ্রীলঙ্কার আলোচনা শুরু

ইমরুল শাহেদ: জ্বালানি সংকটের কারণে দেশটি ইতোমধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। সোমবার বন্ধ করা হলো সরকারের জন্য অপরিহার্য নয়, এমন সার্ভিসগুলো। নিঃশ্বেষের পথে দ্রুত এগিয়ে যাওয়া জ্বালানি রিজার্ভ রক্ষা করার জন্য দুই সপ্তাহের শাটডাউনও শুরু করেছে। এছাড়া সম্ভাব্য বেইলআউটের জন্য আলোচনা শুরু করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের সঙ্গে। জিওটিভি

শ্রীলংকার জনসংখ্যা ২২ মিলিয়ন। দেশটি এখন রয়েছে অর্থনৈতিকভাবে গভীর সংকটে। আমদানির জন্য যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন, তার কোনো রিজার্ভ নেই দেশটিতে। এজন্য জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করা যাচ্ছে না।

পেট্রোল-ডিজেল রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হাসপাতাল ও কলম্বোর সমুদ্রবন্দরের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

জ্বালানিমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী তিন দিনেও নতুনভাবে পেট্রোল ও ডিজেল পাওয়া যাবে না। তারপরও হাজার হাজার যান পেট্রোল ও ডিজেলের জন্য অপেক্ষা করছিল। 

দেশটি এপ্রিল মাসেই ৫১ বিলিয়ন ডলার বিদেশী ঋণের খেলাপি হয়েছে। তার মধ্যেই সহায়তা চেয়ে দ্বারস্থ হয়েছে আইএমএফের।

এই আর্থিক প্রতিষ্ঠানটির সঙ্গে কলম্বোতে আলোচনা শুরু হয়েছে সোমবার। চলবে ১০ দিন। আইএমএফ এবং শ্রীলংকা সরকার এ তথ্য নিশ্চিত করেছে। 

অন্যদিকে অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল উইকরেমেসিঙ্গে সফররত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইলের সঙ্গে বৈঠক করবেন। অর্থনৈতিকভাবে বিপন্ন শ্রীলংকার প্রধানমন্ত্রী  সম্পর্ক গভীর করা এবং সহায়তা বিষয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়