শিরোনাম

প্রকাশিত : ২০ জুন, ২০২২, ০৩:০২ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২২, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সঙ্গে দ্বন্দ্বের পর

দক্ষিণপূর্ব এশিয়ায় বাণিজ্য মিত্রের সন্ধানে অস্ট্রেলিয়া

ইমরুল শাহেদ: প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড আরো সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা অস্ট্রেলিয়ার নতুন সরকার কিভাবে চীনের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে, এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে ক্যানভেরা ব্যবসায়িক বাজার হিসেবে হাতের কাছে পেয়েছে দক্ষিণপূর্ব এশিয়াকে। আল-জাজিরা

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ নির্বাচিত হয়েছে মধ্য-বাম লেবার পার্টি থেকে। তিনি অন্যান্য কাজের মধ্যে দক্ষিণপূর্ব এশিয়াকেই প্রধান কাজ হিসেবে বিবেচনা করছেন। দেশটির বিভিন্ন সমন্বিত বাণিজ্যের এটা হলো একটা অংশ। এর লক্ষ্য হলো চীনের উপর বৃহত্তম রপ্তানি বাজারকে হ্রাস করে আনা। ২০২০ সালে ক্যানবেরা কোভিড-১৯ নিয়ে একটি স্বাধীন তদন্তের আহবান জানালে অস্ট্রেলিয়ার রপ্তানিকারকদের শাস্তি প্রদান করে চীন। 

প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়ার নতুন নেতৃত্বের কাছ থেকে দক্ষিণপূর্ব এশিয়া কি চায় সেটা এখনো স্পষ্ট নয়। প্রায় এক দশক কাল দেশটির নেতৃত্বে ছিল রক্ষণশীল সরকার। জাকার্তায় আশিয়ান সচিবালয়ের রাজনৈতিক-নিরাপত্তা কমিউনিটির সাবেক পরিচালক ও মালয়েশিয়ান নীতি বিশ্লেষক পার কিম বেং গণমাধ্যমকে বলেছেন, ‘রাজনৈতিক অভিজাতরা জানেন না তিনি কে। আলবেনিজ তাদের কাছে নতুন নাম। দক্ষিণপূর্ব এশিয়ার নেতারা তাকে বিবেচনা করবেন তার দলের ভিত্তিতে। তাদের ধারণা, তিনি দলের আগের নেতাদেরই অনুসরণ করবেন, যারা ছিলেন এশিয়াপন্থী ও আঞ্চলিক অখণ্ডতাকে লক্ষ্য হিসেবে নিয়েছিলেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়