শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ জুন, ২০২২, ০৩:৩৫ রাত
আপডেট : ১৯ জুন, ২০২২, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসাম-মেঘালয়ে বন্যা পরিস্থিতির চরম অবনতি, নিহত বেড়ে ৬২

চরম অবনতির দিকে যাচ্ছে আসাম মেঘালয়ের বন্যা পরিস্থিতি

মারুফ হাসান: ভারতের আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সময় যত পার হচ্ছে নিহতের সংখ্যা বেড়েই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ৬২ জন। 

এর আগে বন্যা-ভূমিধসে গত দুই দিনে মোট নিহতের মধ্যে আসামে ১২ জন এবং মেঘালয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে বন্যার কবলে ৭০ হাজারের বেশি মানুষ। তলিয়ে গেছে ৩ হাজারের বেশি গ্রাম। আসামের ২৮ জেলায় পানিবন্দি প্রায় ১৯ লাখ মানুষ। এক লাখেরও বেশি মানুষ আশ্রয় শিবিরে রয়েছে। বন্যার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এনডিটিভি, পিটিআই

সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, মেঘালয়ের মাওসিনরাম এবং চেরাপুঞ্জিতে ১৯৪০ সাল থেকে পর রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে ত্রিপুরার রাজধানী আগরতলায়ও ব্যাপক বন্যার খবর পাওয়া গেছে। শনিবার মাত্র ছয় ঘণ্টায় সেখানে ১৪৫ মিমি বৃষ্টিপাত হয়েছে যা গত ৬০ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।

সরকারী সুত্র জানিয়েছে, আসামের হোজাই জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে, এতে তিন শিশু নিখোঁজ হয়েছে এবং ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ফোনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং কেন্দ্র থেকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

আসাম সরকার বন্যা এবং ভূমিধসের কারণে আটকে পড়াদের জন্য গুয়াহাটি এবং শিলচরের মধ্যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। এছাড়া মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বন্যায় নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়