শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৮ জুন, ২০২২, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২২, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেল নেই তাই সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ দিল শ্রীলঙ্কা

রাশিদুল ইসলাম : চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে শ্রীলঙ্কা। এই দ্বীপরাষ্ট্রে সঙ্কট এমনই পর্যায়ে পৌঁছেছে সে দেশটির রাজকোষ প্রায় শূন্য। শ্রীলঙ্কায় জ্বালানি তেল আর এক ফোঁটাও অবশিষ্ট নেই। তাই নিরুপায় পদক্ষেপ করতে হয়েছে সে দেশের সরকারকে। দি ওয়াল

জ্বালানি তেল ফুরিয়ে আসায় শ্রীলঙ্কা সরকার দেশটির সরকারি কর্মচারিদের সকলের জন্য ওয়ার্ক ফ্রম হোমের কথা ঘোষণা করে দিয়েছে। আগামী ২ সপ্তাহ বাড়ি থেকেই কাজ করবেন তারা। বাড়ি বসে কাজ করলে গাড়ির তেল পুড়বে না। জ্বালানি বাঁচাতে এছাড়া আর কোনও উপায় পায়নি শ্রীলঙ্কা সরকার।

বিদেশ থেকে জ্বালানি তেল আমদানির জন্য আপ্রাণ চেষ্টা করছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালে ব্রিটেনের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা। তার পর থেকে আজ পর্যন্ত এত মারাত্মক অর্থ সঙ্কটের মধ্যে কখনও পড়তে হয়নি এই দেশকে। কোভিড অতিমহামারী এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের গাফিলতির কারণেই আজ এই দিন দেখতে হচ্ছে সে দেশের ২২ মিলিয়ন জনতাকে। সরকারি কর্মচারিরা বাড়ি থেকে কাজ করবেন ঠিকই, তবে শ্রীলঙ্কা সরকার তাদের নির্দেশিকায় জানিয়েছে জরুরি বিভাগে কর্মরতরা নির্দিষ্ট অফিসে গিয়েই পরিষেবা দেবেন। যাদের কাজ বাড়ি থেকে করা সম্ভব, কেবল তারাই ওয়ার্ক ফ্রম হোমে থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়