শিরোনাম
◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও) ◈ ট্রাম্পের ফেস্টুন হাতে গ্রেপ্তার, পুলিশ বলছে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের অপচেষ্টা' ◈ ড. ইউনূস, নাহিদ, আসিফ নজরুল, হাসনাত ও সারজিসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ ◈ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী ◈ অন্তর্বর্তী সরকার গঠনে ত্রুটি থাকলে প্রশ্ন তোলা যাবে না ◈ আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই : ভিপি নূর (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুন, ২০২২, ১২:২০ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২২, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতবর্ষে হীরাবেন, সাতসকালে মায়ের কাছে মোদি, ধুয়ে দিলেন পা

রাশিদুল ইসলাম : মায়ের শতবর্ষের জন্মদিনে গান্ধীনগরের বাড়িতে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে গান্ধীনগরের বাড়িতে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী। শতায়ু হীরাবেনের পা ধুয়ে দিতে দেখা যায় মোদিকে। হীরাবেনের শতবর্ষের জন্মদিনটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালনের পরিকল্পনা মোদি ভাইয়েদের। একইসঙ্গে প্রধানমন্ত্রীর মাকে সম্মান জানাতে শনিবারই গান্ধীনগরের একটি রাস্তার নামকরণ হবে তারই নামে।

১৮ জুন শতবর্ষে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। মোদির মাকে সম্মান জানাতে আগেই বিশেষ উদ্যোগ নিয়েছিল গুজরাতের গান্ধীনগর পুর নিগম। মোদির মা হীরাবানের নামে শহরের একটি রাস্তার নামকরণের সিদ্ধান্ত হয়ে যায় আগেই। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই গান্ধীনগরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওই রাস্তার নয়া নামকরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গান্ধীনগরের রাইসান এলাকায় একটি ৮০ মিটার দীর্ঘ রাস্তার নাম পূজ্য হীরাবা মার্গ রাখা হচ্ছে।

শনিবার ভাদনগরে হীরাবার ছেলেদের উদ্যোগে একটি বড় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ভাদনগরের হাটকেশ্বর মন্দিরে একটি নব চণ্ডী যজ্ঞ এবং সুন্দর কাণ্ড পাঠের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মন্দিরে একটি সঙ্গীত সন্ধ্যারও আয়োজন করা হয়েছে। মোদির মায়ের শতবর্ষের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে আসছেন প্রখ্যাত গায়িকা অনুরাধা পাড়োয়াল-সব বিশিষ্ট শিল্পীরা। মায়ের জন্মদিনে বিশেষ ওই অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাটকেশ্বর মন্দিরের পুজো-পাঠের অনুষ্ঠানেও যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়