ইমরুল শাহেদ: এক বছর আগে তালিবানরা ক্ষমতা দখলের পর আফগানিস্তানের চিত্র একেবারেই বদলে গেছে। নারী অধিকার হরণ করা হয়েছে পুরোপুরিভাবে। অবনতি হয়েছে সমাজ জীবনের সকল স্তরেই। সাম্প্রতিক একটি টুইট জানান দিল, তালিবান আফগানিস্তানে সাংবাদিকদের পরিস্থিতি কেমন। ইয়ন
হামিদ সরকারের একজন কর্মী কবির হাকমল টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায় মুসা মোহাম্মদী নামে একজন এ্যাংকর ও রিপোর্টার রাস্তায় বসে খাবার বিক্রি করছেন। তিনি বলেছেন, তালিবানরা ক্ষমতা দখলের পর তাকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।
কবির হাকমল ‘গুড ওল্ড ডেজ’ নামের টুইটার হ্যান্ডেলে মুসার ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটাই তালিবান শাসনামলে একজন সাংবাদিকের জীবন। মুসা মোহাম্মদী বেশ কয়েক বছর বিভিন্ন টিভি চ্যানেলে এ্যাংকর ও রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এখন আর তার আয়ের কোনো উৎস নেই। তাই পরিবার চালানোর জন্য তাকে রাস্তায় বসে খাবার বিক্রি করতে হচ্ছে। প্রজাতন্ত্রের পতনের পর অনেক আফগানকেই দারিদ্র্য সীমার নিচে জীবন যাপন করতে হচ্ছে।’
কবির হাকমলের এই টুইটটি অনেকেরই চোখে পড়েছে, অনেকে সেটি শেয়ারও করেছেন। টুইটটি দেখেছেন ন্যাশনাল রেডিও এ্যান্ড টেলিভিশনের মহাপরিচালক আবদুল্লা ওয়াসিক, ভারপ্রাপ্ত গোয়েন্দা পরিচালক এবং কালচারাল কমিশনের ডেপুটি হেডও।
ওয়াসিক উর্দু ভাষায় পরবর্তী টুইটে লিখেছেন ‘ন্যাশনাল রেডিও এ্যান্ড টেলিভিশন ফ্রেমওয়ার্ক’র আওতায় তাকে আবার কাজে ফিরিয়ে আনা হবে।
আপনার মতামত লিখুন :