ইমরুল শাহেদ: [২] ঘুষ কাণ্ডের অভিযোগে শুক্রবার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। তারই প্রতিবাদে এবং এথিক্স কমিটির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলা দায়ের করলেন মহুয়া। সূত্র: দি ওয়াল
[৩] শিগগিরই মামলাটি শুনানির জন্য শীর্ষ আদালতে তালিকাভুক্ত হতে পারে। আদালত সূত্রে বলা হয়েছে, মোট ১৫ পাতার আবেদনপত্র জমা দিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত পার্লামেন্ট সদস্য।
[৪] সূত্রটি বলেছে, এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট লোকসভায় পেশ হওয়ার আগেই গণমাধ্যমে কীভাবে ফাঁস হল, সেই প্রশ্ন তুলেছেন মহুয়া। একই সঙ্গে এথিক্স কমিটির এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আদালতে জমা দেওয়া আবেদনে মহুয়ার আইনজীবীর দাবি, ‘পার্লামেন্ট সদস্যকে বহিষ্কারের ক্ষমতা একমাত্র রয়েছে পার্লামেন্টের স্বাধিকার রক্ষা কমিটির। এক্ষেত্রে তা মানা হয়নি।’ তদন্তের নামে তাকে ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গটিও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। সম্পাদনা: ইকবাল খান
আইএস/আইকে/এনএইচ
আপনার মতামত লিখুন :