শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৬ জুন, ২০২২, ০৩:২৪ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২২, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বুলডোজার বিচার’র প্রতিবাদে ভারতজুড়ে মুসলমানদের ব্যাপক বিক্ষোভ

মুসলিমদের বিক্ষোভ

ওয়ালিউল্লাহ সিরাজ: মহানবীকে (সা.) কটূক্তি করে বিজেপি নেত্রী নুপুর শর্মা ও দলটির নয়াদিল্লীর নেতা নবীন জিন্দাল। এরপর বিক্ষোভ প্রদর্শন করা হয় ভারত-সহ বিশ্বের প্রায় সব মুসলিম দেশে। ভারতের উত্তর প্রদেশে বিক্ষোভে নেতৃত্ব দেন জাভেদ মোহাম্মাদ নামে একজন মুসলিম নেতা। বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয় তার বাড়ি। আরব নিউজ 

ভারতের রাজনীতিতে জড়িত জাভেদ মোহাম্মাদের বাড়ি ভাঙার প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ করে হাজার হাজার মুসলিম। তারা বলেন, মুসলিম সংখ্যালঘুদের শাস্তি দিতেই সরকার বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দিয়েছে। এটা ‘বুলডোজার বিচার’।  

ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি বিশেষজ্ঞ নীলাঞ্জন মুখোপাধ্যায় অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, মুসলিম রাজনীতিবিদের বাড়ি ধ্বংস করা সাংবিধানিক নিয়ম ও নীতির চরম লঙ্ঘন।
মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সাবেক বিচারক ও আইনজীবীসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি দেশটির প্রধান বিচারপতিকে একটি চিঠি দিয়ে মুসলিম রাজনীতিবিদদের বাড়ি ধ্বংসের বিষয়ে শুনানির জন্য অনুরোধ করেছেন। সেই সঙ্গে তারা বলেছেন, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙ্গা বেআইনি ও বিচারবহির্ভূত শাস্তি। 

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে নরেদ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে দেশেটির মুসলিম সম্প্রদায়ের উপর হামলায় নীরবতা ভূমিকা পালন করছেন। এতে হিন্দু জাতীয়তাবাদীরা মুসলিমদের উপর হমলা করতে আরো উৎসাহ পাচ্ছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়