শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৫ জুন, ২০২২, ০৪:১২ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২২, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিম এশিয়ার কোয়াড নেতাদের প্রথম শীর্ষ সম্মেলন আগামী মাসে

নরেন্দ মোদি

ইমরুল শাহেদ: এ সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে থাকবেন। তিনি পশ্চিম এশিয়ায় ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত অবস্থান করবেন। এ সময় তিনি ইসরায়েল ছাড়াও পশ্চিম তীর এবং সৌদি আরব সফর করবেন। চার দেশের এই গ্রুপটির নাম রাখা হয়েছে আই২ইউ২ - ইন্ডিয়া ও ইসরায়েলের জন্য আইটু এবং ইউএস ও ইউইএ’র জন্য ইউ টু। এই গ্রুপটিকে ‘ওয়েস্ট এশিয়ান কোয়াড’ও বলা হচ্ছে। ইয়ন

একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট খাদ্য নিরাপত্তা সংকট এবং গোলার্ধ জুড়ে সহযোগিতার অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য আই২ইউ২ রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলন করবেন যেখানে আমিরাত এবং ইসরায়েল গুরুত্বপূর্ণ উদ্ভাবন কেন্দ্র হিসাবে কাজ করে।’ তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট যুক্ত হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে।’

এর আগে আই২ইউ২ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথম বৈঠকটি হয় গত বছরের অক্টোবর মাসে। তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর ইসরায়েল সফরে যান। সফরের সময় জয়শংকর ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে একসঙ্গে ছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ ভার্চুয়ালি তাদের সঙ্গে যুক্ত হন। এ সময় তারা বাণিজ্য, জলবায়ু এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়