শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৪ জুন, ২০২২, ০২:২৪ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২২, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘উত্তর প্রদেশে মুহাম্মদ জাভেদের বাড়ি ভেঙে ফেলা বেআইনি’, ভারতীয় আইনজীবীদের অভিমত

রাশিদুল ইসলাম : ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার প্রয়াগরাজে বিজেপি নেতাদের মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভের মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত মুহাম্মদ জাভেদ ওরফে জাভেদ পম্প যে বাড়িতে বাস করতেন তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু ওই বাড়িটির মালিক জাভেদ নন। প্রয়াগরাজ সহিংসতার সাথে প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষ বা ‘পিডিএ’র ওই পদক্ষেপের কোনও সম্পর্ক ছিল না। ইন্ডিয়ান এক্সপ্রেস/পারসটুডে

এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জেলা আইনজীবী ফোরামের পাঁচজন আইনজীবীর পক্ষ থেকে পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে, ‘পিডিএ’ যে বাড়িটি ভেঙে দিয়েছে, সেটি  আসলে সেই বাড়ির মালিক জাভেদের স্ত্রী পারভীন ফাতেমার। বাড়িটি পারভীন ফাতেমাকে বিয়ের আগে তার বাবা-মা উপহার দিয়েছিলেন। যেহেতু জাভেদের ওই বাড়ি ও জমির কোনো মালিকানা নেই, তাই ওই বাড়ি ভাঙা আইনের মূলনীতির পরিপন্থি। পারভীন ফাতেমা পানির বিল ও অন্যান্য কর নিয়মিত পরিশোধ করতেন।

এলাহাবাদ হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর বলেছেন, এটি সম্পূর্ণ বেআইনি। আপনি যদি এক মুহূর্তের জন্য ধরে নেন যে নির্মাণটি বেআইনি ছিল, কিন্তু কোটি কোটি ভারতীয় এভাবেই থাকেন। এটি অনুমোদিত নয় যে আপনি একটি বাড়ি ভেঙে ফেলবেন যখন সেই বাড়ির বাসিন্দারা হেফাজতে থাকবে। এটা কোনো কারিগরি বিষয় নয়, আইনের শাসনের প্রশ্ন। 

এদিকে প্রয়াগরাজে কর্মী মহম্মদ জাভেদের বাড়ি ভেঙে ফেলার কারণে যথাযথ প্রক্রিয়া লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন উঠেছে। বিক্ষোভের মাত্র দু’দিন পরে বাড়িটি ভেঙ্গে ফেলা হয়। মুহাম্মদ জাভেদ শহরের সুশীল সমাজের একজন বিশিষ্ট সদস্য এবং ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র সদস্য। তার মেয়ে আফরিন ফাতিমা পার্টির ছাত্র শাখা ফ্রাটারনিটি মুভমেন্টের জাতীয় সম্পাদক। শনিবার পুলিশ ৫৪ বছর বয়সী মুহাম্মদ জাভেদকে গ্রেফতার করে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি এসকিউআর ইলিয়াস বলেছেন, ‘আমরা তাকে (জাভেদকে) আইনিভাবে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। তাকে ফাঁসানো হচ্ছে।’ 

মুহাম্মদ জাভেদ সম্পর্কে একজন কর্মী বলেন,  ‘জাভেদ গত ৩০ বছর ধরে প্রয়াগরাজের অনেক বিক্ষোভের অংশ ছিলেন। ২০২০ সালে সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’ বিরোধী বিক্ষোভে কে ছিল না? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, নাস্তিক সবাই এই প্রতিবাদে অংশ নিয়েছিল এবং জাভেদও ওই প্রতিবাদে অংশ নিয়েছিলেন। দলের একজন সদস্য বলেন, ‘মহামারীর প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের সময় জাভেদ চব্বিশ ঘন্টা কাজ করেছিলেন।’  

অন্যদিকে, জাভেদের মেয়ে আফরিন ফাতেমা গত কয়েক বছর ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় রয়েছেন। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে বিএ অনার্স করেন। তিনি দিল্লির ‘জেএনইউ’তে মাস্টার্সের জন্য ভর্তি হন। যেখানে ২০১৯ সালে তিনি ছাত্র ইউনিয়নে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ২০২১ সালে জেএনইউ থেকে স্নাতক হন। জেএনইউএসইউ-এর সভাপতি ঐশী ঘোষ বলেছেন,  ‘আফরিন আমার কাউন্সিলের অংশ ছিল এবং ক্যাম্পাসে খুব সোচ্চার ছাত্র কর্মী ছিল। আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদের যে কোনো সাহায্যের প্রয়োজন হবে, আমরা দেবো।’   

  • সর্বশেষ
  • জনপ্রিয়