শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ১২ জুন, ২০২২, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২২, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বিক্ষোভের মাঝে মুসলিম যুবকের শান্তির বাণী ভাইরাল! (ভিডিও)

রাশিদুল ইসলাম : ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে “আপনারা কি আইন হাতে তুলে নেবেন? আপনাদের আমি হাত জোর করে বলছি অবরোধ করবেন না। মহানবীকে (সা.) নিয়ে বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যে বিদেশের মাটিতেও কার্যত হাজারো প্রশ্নের সামনে পড়তে হচ্ছে ভারত সরকারকে। ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছে বিজেপি নেত্রীর নূপুর শর্মার বিরুদ্ধে। যা নিয়ে একের পর এক দেশের তরফে কড়া সমালোচনা করা হয়েছে। বিশেষ করে আরব উপমহাদেশের একাধিক দেশের তরফে ওই বক্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। দিকে দিকে প্রতিবাদ, বিক্ষোভের আঁচ। একাধিক রাজ্যে বিক্ষোভ চূড়ান্ত আকার নিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

পশ্চিমবাংলার হাওড়া জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। অনলাইন ভয়েস কলের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে সাধারণ ফোন এবং এসএমএস করা যাবে। বৃহস্পতির থেকেই দফায় দফায় জারি বিক্ষোভ। নূপুর শর্মাদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ হয়েছিল অঙ্কুরহাটি ও সংলগ্ন এলাকায়। ১১৬ নং জাতীয় সড়ক প্রায় ১১ ঘণ্টার উপর অবরুদ্ধ ছিল। এর মাঝেই ভাইরাল হয়েছে এক মুসলিম যুবকের ভাইরাল ভিডিও।

ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে “আপনারা কি আইন হাতে তুলে নেবেন? আপনাদের আমি হাত জোর করে বলছি অবরোধ করবেন না। আমার দেশকে আমরা নোংরা করতে পারি না। এই আন্দোলন মুসলমানদের নয়। সকলের আন্দোলন। নবী কখনওই এই অন্যায় মেনে নিতেন না। সকলে শান্তিতে বসবাস করব। আইনকে প্রাধান্য দিয়ে দোষীদের শাস্তি হবেই। আপনারা আইন হাতে তুলে নেবেন না। আপনাদের হাতজোড় করে বলি অবরোধ সরিয়ে নেন, গাড়িগুলিকে যেতে দেন”।

এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সকলেই এই মুসলমান ধর্মগুরুর বক্তব্যকে কুর্নিশ জানিয়েছেন। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছে ইসলাম কখনই হিংসাকে বরদাস্ত করেনা।
অশান্তির আঁচে তপ্ত হাওড়ার পাঁচলার বিস্তীর্ণ এলাকা। শুক্রবারের পর শনিবার সকাল থেকেও দফায়-দফায় বিক্ষোভ-বিশৃঙ্খলা। পাঁচলাজুড়ে তাণ্ডবের ছবিটা গা শিউরে ওঠার মতো। পুড়ছে দোকান, বাড়ি। বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শাক-সবজি। পাঁচলা বাজার-সহ গোটা এলাকা শুনশান। যেন অঘোষিত বনধ চলছে। একরাশ আতঙ্কে নিজেদের ঘরবন্দি করে রেখেছেন বাসিন্দারা। হিংসার আঁচ সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকেও। তবুও পাঁচলা জুড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ও আরএএফ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়