শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১২ জুন, ২০২২, ০৪:২৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২২, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তায়-রাস্তায় কালো ছাই

আগুনের পোড়া গন্ধ, লণ্ডভন্ড জিনিসপত্র, ধ্বংসলীলা হাওড়ায় (ভিডিও)

রাশিদুল ইসলাম : ভারতের হাওড়ায় চলছে ১৪৪ ধারা জারি, একাধিক সিনিয়র আইপিএসকে দায়িত্ব, পুলিশে পুলিশে সয়লাব বিভিন্ন এলাকা। ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেও অশান্তি এড়ানো যায়নি। উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

বেপরোয়া ভাঙচুর, আগুনে তপ্ত গোটা এলাকা। হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিভিন্ন এলাকায় তাণ্ডবের ভয়ঙ্কর ছবি স্পষ্ট। বিজেপির কার্যালয় থেকে সাধারণের দোকানপাট, বাদ যায়নি পাড়ার ক্লাব থেকে থানাও। পুলিশি টহল সত্ত্বেও অশান্তির আঁচে এদিনও দোকান পুড়ে খাক হয়ে গিয়েছে পাঁচলার বিভিন্ন প্রান্ত। কোনও কোনও এলাকা একেবারে শুনশান।

শনিবারও বিক্ষোভকারীরা হাওড়ার পাঁচলায় কাপড়ের দোকানে আগুন ধরিয়ে দিল, পুড়ল আরও কয়েকটি দোকান। সলপ থেকে নরেন্দ্র মোড় পর্যন্ত জাতীয় সড়কের দিকে দিকে আগের দিনের অশান্তির ছাপ। উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির হাওড়া গ্রামীণ সাংগঠনিক অফিস আগুন দিয়ে, ভেঙে নছনছ করা হয়েছে। রঘুদেবপুরে বিজেপির আঞ্চলিক কার্যলয় পুড়ে খাক। বিজেপি নেতৃত্বের দাবি, তাদের টার্গেট করেই এই হামলা হয়েছে। ৬ নম্বর জাতীয় সড়কের সলপ থেকে নরেন্দ্র মোড় পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে প্রতিবাদকারীরা। নরেন্দ্র মোড়ের ট্রাফিক পুলিশের কিয়স্কটি আগুনে পুড়ে কঙ্কালসার চেহারা নিয়েছে। এদিন নরেন্দ্রমোড়, নিমদিঘি, খালসানি মালপাড়া, পাঁচড়া, উলুবেড়িয়া, সলপে দিনভর পুলিশি টহল চলেছে। পুলিশে পুলিশে সয়লাব এইসব এলাকা। ফুলেশ্বরের জগন্নাথপাড়ার সোমনাথ মণ্ডল শনিবার মনসাতলার বিজেপির কার্যলায়ের হাল দেখতে এসেছেন। বিজেপি কর্মী সোমনাথ বলেন, ‘আমি শারীরিক ভাবে অসুস্থ। হাসপাতালে ভর্তি ছিলাম। ছাড়া পেতেই দলীয় কার্যালয় লণ্ডভণ্ড করে দেওয়ার খবর পেয়ে ছুটে এলাম। অফিসের অবস্থা দেখে খুব খারাপ লাগছে। এভাবেও ধংস করা যায়?’

মনসাতলার বিজেপি অফিসের আশেপাশের দোকানও মাটিতে মিশে গিয়েছে তাণ্ডবে। উল্টোদিকের মিষ্টির দোকানের মালিক ঝন্টু মোদক বলেন, ‘দোকানের সাটার নামিয়ে দেওয়ায় কোনওরকমে রক্ষা পেয়েছি। তবে ওই ঝামেলার সময়ও টেনশনে একটু কাছে এসে বারংবার দেখছিলাম পরিস্থিতি।’
এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটে দাবি করেন, “বিজেপির উপর তো রাগটা, যেখানে যেখানে বিজেপি’র সরকার আছে সেখানে গিয়ে করুন আমাদের পূর্ণ সমর্থন থাকবে। দিল্লিতে গিয়ে করুন, গুজরাতে গিয়ে করুন, উত্তরপ্রদেশে গিয়ে করুন।

যদিও বিজেপির দাবি একেবারে উড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদের কথায়, “নিজেদের অফিস নিজেরা ভেঙে ফায়দা তুলতে চাইছে বিজেপি। ভোটের আগেও একাজ করতে গিয়েছিল। তাতে কোনও লাভ হয়নি।” এদিকে পাঁচরা মোড়ের কাছেই রঘুদেবপুরে বিজেপির আঞ্চলিক অফিসও পুড়ে ছাড়খার। এরই মধ্যে এদিন হাওড়া যাওয়ার পথে গ্রেফতার করা হয়েছে সুকান্ত মজুমদারকে।

বৃহস্পতিবার অঙ্কুরহাটি চেকপোস্টের মোড়, ডোমজুড়ে ঘন্টার পর ঘন্টা অবরোধের জেরে নাজেহাল অবস্থা হয় সাধারণ মানুষের। সেদিন পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার সময় নবান্ন থেকেই হাতজোড় করে বিক্ষোভকারীদের কাছে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে যে তারা কর্ণপাত করেননি তা তাঁরা বুঝিয়ে দিয়েছেন।

দফায় দফায় জাতীয় সড়ক সংলগ্ন এলাকার নানা স্থানে তাণ্ডব চলে। পথ অবরুদ্ধ হয়ে যায়। অভিযোগ, বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে-ভেঙে তছনছ করে দোকানপাট থেকে বিজেপির অফিস। হামলাকারীদের হাত থেকে রেহাই মেলেনি রঘুদেবপুরের নেতাজি সংঘও। তিনতলা ক্লাবের ভিতরে-বাইরে আক্রমণের চিহ্ন স্পষ্ট। এই জাতীয় সড়কে মোড়ে মোড়ে পোড়া গাড়ির টায়ারের কালো ছাই এখনও পড়ে আছে। হাওড়ার পর মুর্শিদাবাদের রেজিনগরেও নতুন করে অশান্তি শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়