শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১১ জুন, ২০২২, ১০:৩৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২২, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

বাংলাদেশ থেকে আসা যেকোনো সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে

রাশিদুল ইসলাম : ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে প্রতারিত হওয়া সেদেশের যেকোনো সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। পার্সটুডে

তিনি শুক্রবার পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বনগাঁয় দলীয় এক কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় বিজেপির কয়েকটি ইস্যু তাদের আদর্শের সঙ্গে যুক্ত ছিল যেমন ৩৭০ ধারা বাতিল, রাম মন্দির নির্মাণ, সেরকম বঙ্গ বিজেপির হার্ডকোর ইস্যু হচ্ছে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া। তিনি বলেন, যেহেতু ওই বিষয়ে আমরা রাজ্য সরকারের সহযোগিতা পাচ্ছি না, সেজন্য আমাদেরকে অন্যপথ খুঁজতে হচ্ছে। আপনারা জানেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা আঙ্গুলে তুলতে হয়। রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ার জন্য আমাদের আঙ্গুল বাঁকা করতে হচ্ছে। আঙ্গুল বাঁকা করতে গিয়ে সময় লাগছে। নিশ্চিন্ত থাকুন আমরা নাগরিকত্ব দেবই। নাগরিকত্ব  দেওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী একান্ত আলাপচারিতায় আমাদের জানিয়েছেন মতুয়াদের, নমশূদ্রদের, বাংলাদেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু মানুষদেরকে নাগরিকত্ব দেওয়া হবে।’

সুকান্ত বাবু পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন। হাওড়ায় সড়ক অবরোধকে কেন্দ্র করে এক প্রশ্নের জবাবে বলেন, ‘পুলিশ খণ্ডযুদ্ধ করছে না জনতার সাথে। উন্মত্ত ধর্মীয় কিছু উন্মাদ তারা রাস্তায় নেমে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ধ্বংস করার চেষ্টা করছে। এবং পুলিশ প্রশাসন ও রাজ্য সরকার হাতে হাত দিয়ে বসে আছে। এত অপদার্থ রাজ্য সরকার এরআগে পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেনি।’ পুরো রাজ্যটাকে ‘আলকায়েদা’, ‘জেএমবি’ এদের হাতে মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়