শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১০ জুন, ২০২২, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২২, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী বিতর্ক: হাওড়ায় ১২ ঘণ্টা রাস্তা অবরোধ

ভারতে রাস্তায় আগুন

ডেস্ক রিপোর্ট: মহানবী(সা:)-কে নিয়ে বিজেপি মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ হাওড়ার ডোমজুড়ে। ১২ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ। বিশাল যানজট।

ডোমজুড়ে রাস্তা অবরোধ

বিক্ষোভকারীরা ডোমজুড়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তারা প্রচুর টায়ারে আগুন ধরিয়ে দেয়। রাস্তার মাঝখানে দাউদাউ করে জ্বলতে থাকে টায়ার। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

আটকে পড়ে হাজার হাজার গাড়ি

রাস্তা অবরোধ শুরু হওয়ার পরেই যানজট দেখা দেয়। হাজার হাজার গাড়ি আটকে পড়ে। এই জাতীয় সড়কটি খুবই ব্যস্ত রাস্তা। ফলে গোটা এলাকায় ভয়ংকর যানজট হয়। দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত যানজটের কবলে পড়ে। 

বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে

অবরোধকারীরা জানিয়েছেন, মহানবী(সা:)-র বিরুদ্ধে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেছেন। 

মুখ্যমন্ত্রীর আবেদন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন, আমি অবরোধকারীদের হাতজোড় করে অনুরোধ করছি, তারা যেন রাস্তা খালি করে দেন। কিন্তু তার সেই আবেদনে কাজ হয়নি। অবরোধ চলতে থাকে। মমতা বলেন, তিনি চাইলে পুলিশ দিয়ে উঠিয়ে দিতে পারতেন। কিন্তু স্পর্শকাতর বিষয় বলে তা করছেন না। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, দিল্লির ঘটনার প্রতিবাদ এভাবে বাংলায় কেন হবে? প্রতিবাদ করতে চাইলে এফআইআর করুন।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মমতার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। মমতা জানান, একজন ব্যক্তি ওই অবরোধের ডাক দিয়েছেন। তিনি নিজেকে ইমাম বলছেন। মমতা বলেন, নাখোদা মসজিদের ইমাম ভিডিয়োবার্তায় অবরোধ সরিয়ে নেয়ার অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ক্ষোভ হওয়া সঙ্গত। কিন্তু রাস্তা ছেড়ে বিক্ষোভ দেখান। মমতা বলেন, অবরোধের ফলে অ্যাম্বুলেন্সও আটকে গেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপি-র অপশাসন থেকে নজর ঘোরাতে এখানে এরকম করা হচ্ছে। 

১২ ঘণ্টা ধরে

প্রায় ১২ ঘণ্টা ধরে অবরোধ চলে। তারপর তা তুলে নেয়া হয়। এর ফলে ঘণ্টার পর ঘণ্টা ধরে যানজটে প্রচুর গাড়ি আটকে পড়ে। অনেক মানুষ, বিশেষ করে বাচ্চারা দুর্দশায় পড়েন। সূত্র: ডয়েচে ভেলে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়