শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১০ জুন, ২০২২, ০৫:২৮ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২২, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের রাজনীতিবিদ ও টিভি উপস্থাপক আমির লিয়াকতের রহস্যজনক মৃত্যু

আমির লিয়াকত

মামুন হোসেন: পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপক আমির লিয়াকতকে করাচির খুদ্দার কলোনিতে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি দেশটির জাতীয় পরিষদের সাবেক সদস্য এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা। জিও টিভি

পাকিস্তানের স্থানীয় মিডিয়া আউটলেট জানিয়েছে, বুধবার রাতে লিয়াকত অস্বস্তি বোধ করেন। তবে তিনি হাসপাতালে যেতে অস্বীকার করেন। লিয়াকতের কর্মচারী জাভেদ জানান, বৃহস্পতিবার সকালে লিয়াকতের কক্ষ থেকে চিৎকার শোনা যায়। ঘরটি ভিতর থেকে তালাবদ্ধ ছিল। অপর প্রান্ত থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে গৃহকর্মীরা হাসপাতালে নিয়ে যান তাকে।

আমির লিয়াকতের মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। করাচির খুদ্দার কলোনিতে তার বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ইস্ট বলেছেন, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে এবং সুষ্ঠ তদন্ত নিশ্চিত করবে।রহস্যজনক পরিস্থিতিতে লিয়াকতের মৃত্যু হওয়ায় পুলিশ ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে। 

পুলিশ জানিয়েছে, যদিও লিয়াকতের পরিবারের সদস্যরা প্রথমে ময়নাতদন্তের জন্য আপত্তি জানালেও পরে ময়নাতদন্তের জন্য পরিবারের অনুমতি নেওয়া হয়েছে এবং মৃত্যুর কারণ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করা হবে। সম্পাদনা: ইমরুল শাহেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়