শিরোনাম
◈ পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিরাট সম্পদ, সেখানকার শান্তির জন্য যা দরকার তাই করা হবে: সেনাপ্রধান (ভিডিও) ◈ ট্রাম্পের ঘোষণায় শঙ্কায় ১০ লাখ ভারতীয় : ‘জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব নয়’ ◈ বাংলাদেশ শিল্পকলার সামনে দু'পক্ষের হাতাহাতি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ আওয়ামী লীগ অফিসে শুয়ে থাকে হাগু করে এইটা কেমন কথা, পরিস্কার করতে বললেন শেখ হাসিনা! ◈ আত্মগোপনে থাকা কুমিল্লা সদর আসনের সাবেক এমপি বাহারের ছবি ভাইরাল ◈ রাখাইনে অর্থনীতি ভেঙ্গে পড়ায় দুর্ভিক্ষ ভয়াল হাতছানি: জাতিসংঘ ◈ ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, বিএনপির শোভাযাত্রায় ‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’ ◈ অন্তর্বর্তী সরকার 'এনজিও শাসিত' নয়, প্রমাণ দিলেন প্রেসসচিব ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর ◈ চীন গেলেন  বিমান বাহিনী প্রধান 

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ১১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সেরা হুইস্কির খেতাব পেলো ভারতের ইন্দ্রি

তারিক আল বান্না: [২] ভারতে তৈরি হুইস্কি ইন্দ্রি দিওয়ালি কালেক্টরস সংস্করণ ২০২৩, সম্প্রতি চলতি বছরের হুইস্কি অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন শো, ডাবল গোল্ড’ খেতাব জিতেছে। বিশ্বের বৃহত্তম হুইস্কি প্রতিযোগিতাগুলির মধ্যে এটা অন্যতম। প্রতি বছর বিশ্বজুড়ে ১০০টিরও বেশি জাতের হুইস্কির বিচার করে এই প্রতিযোগিতা। সূত্র: এইসময়

[৩] ভারতীয় সিঙ্গেল মল্ট বহু আন্তর্জাতিক ব্র্যান্ডকে পরাজিত করেছে। যার মধ্যে রয়েছে স্কচ, বোরবন, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ সিঙ্গেল মল্ট। এটির দামও খুব বেশি নয়। ইন্দ্রি হুইস্কির এক বোতলের দাম বিভিন্ন রাজ্যে ৩০০০ থেকে ৫০০০ রুপির মধ্যে পাওয়া যায়।

[৪] ২০২১ সালে হরিয়ানার পিকাডিলি ডিস্টিলারিজ থেকে স্বদেশী ব্র্যান্ড ইন্দ্রি ভারত থেকে প্রথম ট্রিপল-ব্যারেল সিঙ্গেল মল্ট দিয়ে যাত্রা শুরু করে। যা ইন্দ্রি-ত্রিনি নামে পরিচিত। গত দুই বছরে, এটি ১৪টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে।এই  অ্যাওয়ার্ড ভারতকে বিশ্বব্যাপী হুইস্কি ল্যান্ডস্কেপে সিঙ্গেল মল্টের শক্তিশালী উৎপাদক হিসাবে শীর্ষস্থানে রাখলো।

[৫] ইন্দ্রি-ত্রিনি ধোঁয়া, মিছরিযুক্ত শুকনো ফল, টোস্ট করা বাদাম, সূক্ষ্ম মশলা, ওক এবং বিটারসুইট চকলেটের স্বাদ দেয়। যা এই বিশেষ হুইস্কিটিকে স্বাদে ও গন্ধে অতুলনীয় করে।

[৬] ইন্দ্রি-ত্রিনি ইতোমধ্যেই ভারতের ১৯টি রাজ্যে এবং অন্য ১৭টি দেশে বাজার পেয়ে গেছে। নভেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এদিকে ভারতের হুইস্কিপ্রেমীরাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জয় উদযাপন করছেন।

[৭] একজন ব্যবহারকারী লিখেছেন এটি এত বড় খবর। আমি আসলে কখনই হুইস্কি পছন্দ করতাম না। এই বছর গোয়া থেকে এটা কেনার পর আমি এর চমৎকার স্বাদের প্রেমে পরে যাই। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়