শিরোনাম
◈ সুস্পষ্ট লঘুচাপ সাগরে, নতুন বার্তা শীত নিয়ে  ◈ বিমানবন্দরে আটক চঞ্চল চৌধুরী : নতুন গুজব এবার ভারতীয় সংবাদমাধ্যমে ◈ হঠাৎই কাজ করছে না মেটা, বিশ্বজুড়ে আচমকা থমকে গেল ফেসবুক ◈ এডিবি দুই খাতে দেবে ৭ হাজার কোটি টাকা  ◈ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি ◈ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আমরা আপসহীন: মোনায়েম মুন্না ◈ ঢাকা থেকে ফিরে দিল্লিকে যা জানালেন বিক্রম মিশ্রি ◈ বঙ্গভবনের সংবর্ধনায় খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ◈ সার্ভিস চুক্তিতে স্পষ্ট  উল্লেখ থাকলে হাসপাতালের যন্ত্রপাতি এবং মেশিনারি অকার্যকর পড়ে থাকবে না: ড. ওমর ইশরাক  ◈ ‘অবৈধ বাংলাদেশি’ ধরতে বিশেষ অভিযান শুরু ভারতে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০১:১৬ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে রোগীদের কিডনি চুরি-পাচার চক্রের হোতা ডাক্তার গ্রেপ্তার 

সাজ্জাদুল ইসলাম: [২] অস্ত্রোপচারের সময় রোগীর দেহ থেকে কিডনি সরিয়ে ফেলা এবং পাচার সংক্রান্ত গ্যাং পরিচালনা করতেন ফাওয়াদ মুখতার নামে এক ডাক্তার ও তার গ্যাংয়ের ৮ সদস্য। পাকিস্তানের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। রোববার (১ অক্টোবর) দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: এএফপি

[৩] গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাওয়াদ মুখতার জানিয়েছেন, এ পর্যন্ত মোট ৩২৮ জন রোগীর দেহ থেকে কিডনি চুরি করেছে তার নেতৃত্বাধীন চক্র। চুরি করা এসব কিডনি বিক্রি করা হতো পাকিস্তানের বিভিন্ন ধনী খরিদ্দারের কাছে। প্রতিটি কিডনি বিক্রি হয়েছে ১ কোটি রুপিরও বেশি।

[৪] পুলিশ সূত্রে আরও জানা গেছে, অসাধু এই চক্রটির কার্যক্রম ছিল পাঞ্জাব থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির পর্যন্ত। দীর্ঘ দিন হাসপাতালে থেকে চিকিৎসা করানো বা অস্ত্রোপচারের সামর্থ্য নেই এমন রোগীদের ‘টার্গেট’ করত এই চক্র। তারপর নামমাত্র অর্থে অস্ত্রোপচারের লোভ দেখিয়ে এই রোগীদের নিয়ে আসা হতো।

[৫] লাহোর ও অন্যান্য শহরের বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ভবনকে ক্লিনিক আকারে সাজানো হতো। সেইসব ‘ক্লিনিকে’ অস্ত্রোপচার করা হতো রোগীদের। ফাওয়াদ মুখতার নিজে করতেন এসব অপারেশন, আর এসব অপারেশনের সময় যে ব্যক্তি তার প্রধান সহকারীর ভূমিকায় থাকতেন তিনি আদতে একজন মোটর মেকানিক।

[৬] রোববার রাতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি এ প্রসঙ্গে বলেন, ‘এই নিষ্ঠুর অসাধুচক্রের কার্যক্রমের বিবরণ শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। আমার জানামতে, পাকিস্তানে এখনও এমন বেশ কয়েকটি অসাধু চক্র সক্রিয় আছে। তাদের মধ্যে একটি আজ ধরা পড়ল।

[৭] প্রসঙ্গত, ২০১০ সালে মানবদেহের প্রত্যঙ্গ ব্যবসার ওপর নিষিদ্ধ করে পাকিস্তান। এই অপরাধের জন্য যাবজ্জীবন শাস্তি ও মোটা অঙ্কের জরিমানার বিধানও রয়েছে।কিন্তু চোরাকারবারিদের দৌরাত্ম্য এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। চলতি বছর জানুয়ারিতে ১৪ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তার দু’টি কিডনিই সরিয়ে নিয়েছিল পাচারকারীরা। এ ঘটনার পর এ চক্রের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ।

এসআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়