শিরোনাম

প্রকাশিত : ০৯ জুন, ২০২২, ০৯:১১ রাত
আপডেট : ০৯ জুন, ২০২২, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদের ডাক দেবেন ইমরান খান

ইমরান খান

ইমরুল শাহেদ: পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার বলেছেন, আগামী সপ্তাহে এই প্রতিবাদের দিন-ক্ষণ ঘোষণা করা হবে। ডন

ইসলামাবাদে দলের জাতীয় কাউন্সিলে তিনি বলেন, ‘পরের ধাপে আমরা প্রকৃত স্বাধীনতার কথা বলব। আগামী কয়েকদিনের মধ্যে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।’ তিনি জানান, আগে তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করে নেবেন। তিনি বলেন, ‘এই প্রতিবাদ হবে দেশের ইতিহাসে সর্ববৃহৎ। এটা আমাদের অধিকার।’

ইমরান খান দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমি দল সংশ্লিষ্ট সকল সংগঠনকে প্রস্তুত থাকার জন্য বলেছি। সুপ্রিম কোর্ট থেকে পুরোপুরি ক্লিয়ার হওয়ার অপেক্ষায় রয়েছি। খুব দ্রুত সেটা হয়ে যাবে।’
তিনি বলেন, ‘এটাকে আমি রাজনীতি হিসেবে দেখছি না। আমার কাছে এটা দেশের জন্য জিহাদ।’

ইমরান খান জোট সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেছেন, এই মার্কিন সরকারের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নিতে সাহস করবে না। তিনি মুদ্রাস্ফীতির জন্য বর্তমান সরকারকে দায়ি করেন। 

তিনি উল্লেখ করেন, পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মৃল্যের মধ্যেও তিনি ৫৫ ও ৫০ রুপির মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার ১০ দিনের মধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছেন ৬০ রুপি করে।’ একইভাবে গ্যাস ও বিদ্যুৎ দামও বাড়ানো হয়েছে। 

তিনি জানতে চান তেলের জন্য রাশিয়ার সঙ্গে কেন চুক্তি স্বাক্ষর করা হয়নি। প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়া সফর নিয়ে তিনি বলেছেন, ‘সস্তায় তেল পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত করা হয়েছিল। আমি যখন ফিরে এলাম তখন আমার বিরুদ্ধে অনাস্থা ভোট আনা হয়েছে।’   

  • সর্বশেষ
  • জনপ্রিয়