শিরোনাম
◈ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৫০ জন গ্রেপ্তার ◈ ৫ বছর বয়সী শিশু মুনতাহা হত্যাকাণ্ড: নেপথ্যে গৃহশিক্ষিকা নাকি অন্য কোনো কারণ? ◈ বাংলাদেশিরা না যাওয়ায় ৭০ শতাংশ কমেছে কলকাতার হোটেল-দোকানের ব্যবসা ◈ আবাবিল পাখি যেভাবে পরাস্ত করেছিল কাবাঘর ধ্বংস করতে আসা হস্তিবাহিনীকে  ◈ চলতি মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬৫ কোটি ডলার ◈ ‘বাবা, আমি মারা যাচ্ছি, আমার লাশটা নিয়ে যেও’ ◈ আবারও পরিবর্তন হলো সাখাওয়াত হোসেনের দায়িত্ব ◈ একত্রিত হচ্ছেন আরব ও মুসলিম নেতারা ◈ উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হওয়ার ফলে সরকারের কাজের গতি আরও বাড়বে: প্রেস সচিব ◈ উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন, কে কোন দায়িত্বে?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যান্সারে মারা গেলেন নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা

জোলেকা ম্যান্ডেলা

সাজ্জাদুল ইসলাম: [২] দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন নেলসন ম্যান্ডেলা। তার নাতনি জোলেকা ম্যান্ডেলার মৃত্যুর সময় বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি  দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সোমবার সন্ধ্যায় মারা যান। মৃত্যুর সময় বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা তার কাছে উপস্থিত ছিলেন। সূত্র: বিবিসি

[৩] গত বছর তিনি লিভার এবং ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত বলে নিশ্চিত হন জোলেকা। পরে এটি শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর থেকে তাকে বহির্বিভাগের রোগী হিসেবে চিকিৎসা করা হলেও মাত্র এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

[৪] জোলেকা ম্যান্ডেলা তার ক্যান্সারের চিকিৎসার বিশদ বিবরণের জন্য সুপরিচিত হয়েছিলেন। তিনি তার মাদকাসক্তির অতীত ইতিহাস সম্পর্কেও খোলামেলা কথা বলতেন। নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন বলেছে, জোলেকার কাজ ছিল অনুপ্রেরণামূলক।

[৫] ফাউন্ডেশন জানায়, তিনি ‘ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা’ তৈরি করেছিলেন এবং সেইসাথে ‘রোগটি নিয়ে নানা কুসংস্কার ও নেতিবাচক বিশ্বাসও ভেঙ্গে ফেলেছেন’। জোলেকা ম্যান্ডেলা বিষণ্ণতা নিয়ে তার সংগ্রাম এবং শৈশবে যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি নিয়েও অকপটে কথা বলতেন।

[৬]  ২০১০ সালে তার ১৩ বছর বয়সী মেয়ে গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়ার পর তিনি আরও ভালো সড়ক নিরাপত্তার জন্য প্রচারণা চালান। পরে জন্মগ্রহণ করা একটি ছেলে সন্তানকেও হারিয়েছিলেন তিনি। নেলসন ম্যান্ডেলার এই নাতনি মৃত্যুর সময় চার সন্তান রেখে গেছেন। তার দাদা নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যান। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
-- End Load More Article - // Open popup after a delay }, 2000); // 2-second delay // Close popup function