শিরোনাম
◈ রশিদ লতিফের প্রস্তাব, আইসিসির উচিত পাকিস্তান ও ভারতকে টুর্নামেন্ট আয়োজন করতে না দেয়া ◈ চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল ◈ এনসিএল টি-টোয়েন্টি দিয়ে খেলায় তামিম ইকবাল ◈ জাতীয় নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর: এএফপিকে ড. ইউনূস ◈ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান আটক ◈ আসিফ নজরুলকে হেনস্তা: চুপ থাকা জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ ◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যান্সারে মারা গেলেন নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা

জোলেকা ম্যান্ডেলা

সাজ্জাদুল ইসলাম: [২] দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন নেলসন ম্যান্ডেলা। তার নাতনি জোলেকা ম্যান্ডেলার মৃত্যুর সময় বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি  দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সোমবার সন্ধ্যায় মারা যান। মৃত্যুর সময় বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা তার কাছে উপস্থিত ছিলেন। সূত্র: বিবিসি

[৩] গত বছর তিনি লিভার এবং ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত বলে নিশ্চিত হন জোলেকা। পরে এটি শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর থেকে তাকে বহির্বিভাগের রোগী হিসেবে চিকিৎসা করা হলেও মাত্র এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

[৪] জোলেকা ম্যান্ডেলা তার ক্যান্সারের চিকিৎসার বিশদ বিবরণের জন্য সুপরিচিত হয়েছিলেন। তিনি তার মাদকাসক্তির অতীত ইতিহাস সম্পর্কেও খোলামেলা কথা বলতেন। নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন বলেছে, জোলেকার কাজ ছিল অনুপ্রেরণামূলক।

[৫] ফাউন্ডেশন জানায়, তিনি ‘ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা’ তৈরি করেছিলেন এবং সেইসাথে ‘রোগটি নিয়ে নানা কুসংস্কার ও নেতিবাচক বিশ্বাসও ভেঙ্গে ফেলেছেন’। জোলেকা ম্যান্ডেলা বিষণ্ণতা নিয়ে তার সংগ্রাম এবং শৈশবে যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি নিয়েও অকপটে কথা বলতেন।

[৬]  ২০১০ সালে তার ১৩ বছর বয়সী মেয়ে গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়ার পর তিনি আরও ভালো সড়ক নিরাপত্তার জন্য প্রচারণা চালান। পরে জন্মগ্রহণ করা একটি ছেলে সন্তানকেও হারিয়েছিলেন তিনি। নেলসন ম্যান্ডেলার এই নাতনি মৃত্যুর সময় চার সন্তান রেখে গেছেন। তার দাদা নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যান। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়