সাজ্জাদুল ইসলাম: [২] বেনিনে সেমেপদজি শহরের একটি অবৈধ জ্বালানির ডিপোতে বিস্ফোরণে নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। সূত্র :আল-জাজিরা
[৩] বেনিনের এ ডিপোতে বিস্ফোরনের সময় তেল নেওয়ার জন্য অনেক গাড়ী ও ট্রাক সেখানে ছিল। কৌসুলি আবদোউবাকি আদাম-বাংলে এক বিবৃতিতে নিহতের এ তথ্য জানান।
[৪] একজন প্রত্যক্ষদর্শীরা জানান, নাইজেরিয়া থেকে পাচার করা গ্যাসোলিনের ব্যাগ ডিপোতে নামানোর সময় আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, বহুলোক এ দুর্ঘটনায় আহত হয়েছে।
[৫] বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসেন সেইদো বলেন, তেল পাচারের ঘটনায় আগুনের সূত্রপাত হয়। নিহতদের মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে গেছে। সম্পাদনা: ইকবাল খান
এসআই/এনএইচ
আপনার মতামত লিখুন :